অভিষেক নায়ার। ছবি: সমাজমাধ্যম।
অভিষেক নায়ারকে সহকারী কোচ হিসাবে নিয়োগ করল ইউপি ওয়ারিয়র্জ়। শুক্রবার এই ঘোষণা করেছে তারা। আগের তিন বছর যিনি কোচ ছিলেন, সেই জন লিউইসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ইউপি।
ভারতের হয়ে তিনটি এক দিনের ম্যাচ খেলেছেন নায়ার। ২০১৮-এ মুম্বইয়ে কলকাতা নাইট রাইডার্স অ্যাকাডেমির কোচ হিসাবে কাজ করেছেন। তার পর কেকেআরের সহকারী কোচ হিসাবে যোগ দেন। ২০২২-এ ত্রিনবাগো নাইট রাইডার্সের কোচ ছিলেন নায়ার।
প্রথম বার মহিলা দলের দায়িত্ব নিলেও নায়ার অতীতে ইউপি-র হয়ে কাজ করেছেন। ২০২৩-এ বেঙ্গালুরুতে এক সপ্তাহের শিবির করিয়েছিলেন। বেশ কিছু জাতীয় এবং আন্তর্জাতিক ক্রিকেটারের সঙ্গে আলাদা করে কাজ করেন।
ইউপি-তে যোগ দিয়ে নায়ার বলেছেন, “আগে ইউপি-র সঙ্গে কাজ করে সময়টা খুব উপভোগ করেছি। এ বার নতুন দায়িত্ব নেওয়ার পরেও উত্তেজিত। মহিলাদের ক্রিকেটের উন্নতির জন্য ডব্লিউপিএল খুবই দরকারি। চতুর্থ মরসুমের জন্য শক্তিশালী দল তৈরি করতে চাই।”
কেকেআরে থাকাকালীন গৌতম গম্ভীরের সঙ্গে ভাল বোঝাপড়া ছিল নায়ারের। দু’জনে মিলে কেকেআরকে ২০২৪-এর আইপিএল জেতান। এর পর গম্ভীর ভারতের কোচ হয়ে নায়ারকে সহকারী করে নিয়ে যান। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর নায়ারকে ভারতীয় দল থেকে বরখাস্ত করা হয়। তিনি আবার কেকেআরের সহকারী কোচ হিসাবে ফেরেন।
প্রশ্ন হল, কেকেআরের হয়ে নায়ার আর কাজ করবেন কি না। আনুষ্ঠানিক ভাবে অবশ্য কিছু জানানো হয়নি। তবে ডব্লিউপিএল আইপিএলের ঠিক আগে হয়। ফলে ডব্লিউপিএল শেষ করে কেকেআরে যোগ দিতে নায়ারের সমস্যা নেই। কিন্তু ডব্লিউপিএল চলার সময় আইপিএলের প্রস্তুতি শুরু হয়ে যায়। সেখানে নায়ার থাকতে পারবেন না। সেই অনুমতি কেকেআর দেয় কি না সেটাই দেখার।