Abhishek Sharma

এক শতরানে দ্বিতীয় স্থানে, আইসিসি র‌্যাঙ্কিংয়ে ৩৮ ধাপ উঠে টি২০-তে ‘সেকেন্ড বয়’ অভিষেক

ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টিতে শতরান করেছিলেন তিনি। সেই অভিষেক শর্মা আইসিসি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ মারলেন। ৩৮ ধাপ উঠে তিনি এখন দ্বিতীয় স্থানে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৪
Share:

অভিষেক শর্মা। — ফাইল চিত্র।

ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টিতে শতরান করেছেন তিনি। সেই অভিষেক শর্মা আইসিসি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ মারলেন। ৩৮ ধাপ উঠে তিনি এখন দ্বিতীয় স্থানে। সরিয়ে দিলেন নিজেরই দলের সতীর্থ তিলক বর্মাকে। তিলক নেমে গেলেন তৃতীয় স্থানে।

Advertisement

ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেই ম্যাচে ৫৪ বলে ১৩৫ রান করেছিলেন অভিষেক। টি-টোয়েন্টিতে এটি তাঁর দ্বিতীয় শতরান। সেই শতরানের জোরেই আইসিসি-র টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। শীর্ষে অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড। তাঁর থেকে ২৬ রেটিং পয়েন্ট পিছনে রয়েছেন অভিষেক।

প্রথম দশে রয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি রয়েছেন পঞ্চম স্থানে। হার্দিক পাণ্ড্য (৫১) এবং শিবম দুবেও (৫৮) ক্রমতালিকায় বেশ কিছুটা উঠে এসেছেন।

Advertisement

বোলারদের তালিকায় যুগ্ম ভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বরুণ চক্রবর্তী। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় সেরা হয়েছেন তিনি। ১৪টি উইকেট নিয়েছেন। রবি বিশ্নোই চার ধাপ উঠে রয়েছেন ষষ্ঠ স্থানে। আরশদীপ সিংহ রয়েছেন নবম স্থানে। বোলারদের তালিকায় সবার উপরে ওয়েস্ট ইন্ডিজ়ের আকিল হোসেন।

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে বড় ব্যবধানে জেতায় টেস্ট ক্রমতালিকায় অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের দাপট দেখা গিয়েছে। ৩৫তম টেস্ট শতরান করে পঞ্চম স্থানে উঠে এসেছেন তিনি। উসমান খোয়াজা রয়েছে ১১তম স্থানে। টেস্টে ভারতীয়দের মধ্যে প্রথম দশে যশস্বী জয়সওয়াল চতুর্থ স্থানে রয়েছেন। ঋষভ পন্থ রয়েছেন নবম স্থানে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement