Rohit Sharma

Team India: দল বা ব্যক্তিগত, ভারতীয় ক্রিকেটে এ বছর কিছু সাফল্য

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেলেও এই বছর কেমন গেল ভারতীয় ক্রিকেটের?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২১ ১৯:৩৯
Share:
০১ ১১

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেলেও এই বছর কেমন গেল ভারতীয় ক্রিকেটের? দেখে নেওয়া যাক ভারতের প্রাপ্তির ভাণ্ডার। কোনওটা দলগত, কোনওটা একক ভাবে।

০২ ১১

বছরের শুরুতেই অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়। শেষ তিন ম্যাচে ছিলেন না বিরাট কোহলী। তার পরেও অজিঙ্ক রহাণের নেতৃত্বে সিরিজ জিতে নেয় ভারত।

Advertisement
০৩ ১১

তরুণ ক্রিকেটারদের হাত ধরে সিরিজ জেতেন রহাণেরা। সেই সঙ্গে এশিয়ার প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে দু’বার সিরিজ জেতে ভারত।

০৪ ১১

সব ধরনের ক্রিকেটে তিন হাজার রান পূর্ণ করলেন রোহিত শর্মা। বিশ্ব ক্রিকেটে এই কৃতিত্ব রয়েছে শুধু মাত্র বিরাট কোহলীর।

০৫ ১১

টেস্ট ক্রিকেটে রোহিতের রান ৩০৪৭। এক দিনের ক্রিকেটে তিনি করেছেন ৯২০৫ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি করেছেন ৩১৯৭ রান।

০৬ ১১

টি-টোয়েন্টি ক্রিকেটে সব চেয়ে বেশি অর্ধশতরানের রেকর্ডও রোহিতের দখলে। এই রেকর্ডের মালিক এত দিন ছিলেন বিরাট কোহলী। টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর অর্ধশতরানের সংখ্যা ২৯। রোহিত করেছেন ৩০টি।

০৭ ১১

টি-টোয়েন্টি ক্রিকেটে সব চেয়ে বেশি আন্তর্জাতিক শতরানের মালিকও রোহিত। চারটি শতরান রয়েছে তাঁর। এই ধরনের ক্রিকেটে ১৫০টি ছয়ও মেরেছেন কোহলী।

০৮ ১১

টেস্ট ক্রিকেটে হরভজন সিংহকে টপকে গেলেন অশ্বিন। হরভজন নিয়েছিলেন ৪১৭টি উইকেট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁকে টপকে গেলেন অশ্বিন।

০৯ ১১

ভারতীয় বোলারদের মধ্যে উইকেটের বিচারে তিন নম্বরে অশ্বিন। তিনি নিয়েছেন ৪২৭টি উইকেট। অনিল কুম্বলে এবং কপিল দেবের পরেই রয়েছেন তিনি।

১০ ১১

দারুণ সফল অক্ষর পটেলও। পাঁচটি টেস্ট খেলে এক ইনিংসে নিয়েছেন পাঁচটি পাঁচ উইকেট। প্রথম ভারতীয় স্পিনার হিসাবে এই রেকর্ড গড়লেন তিনি।

১১ ১১

টেস্টে ৩৬টি উইকেট তাঁর দখলে। ঘরের মাঠে অন্য দেশের জন্য বড় বিপদ হয়ে উঠতে পারেন অক্ষর। ম্যাচে দশ উইকেটও নিয়েছেন এক বার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement