Kashish Kapoor

‘ভারতের বিখ্যাত ক্রিকেটার’-কে নিয়ে অস্বস্তিতে পড়েছিলেন, ফাঁস করলেন অভিনেত্রী

ভারতের এক নামকরা ক্রিকেটারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন অভিনেত্রী কাশিস কপূর। জানালেন, সেই ক্রিকেটার প্রেমের ভান করে দেখা করতে চেয়েছিলেন তাঁর সঙ্গে। সেই ক্রিকেটারকে কাশিস বর্ণনা করেছেন ‘অস্বস্তিকর’ বলে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৫ ১৪:০৭
Share:

অভিনেত্রী কাশিস কপূর। — ফাইল চিত্র।

ভারতের এক নামকরা ক্রিকেটারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন অভিনেত্রী কাশিস কপূর। জানালেন, সেই ক্রিকেটার প্রেমের ভান করে দেখা করতে চেয়েছিলেন তাঁর সঙ্গে। সেই ক্রিকেটারকে কাশিস বর্ণনা করেছেন ‘অস্বস্তিকর’ বলে।

Advertisement

‘ফিল্মিজ্ঞান ভাইরাল’-এ সাক্ষাৎকারে দিতে গিয়ে এই ঘটনার কথা উল্লেখ করেছেন কাশিস। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, এমন কোনও খ্যাতনামীর সঙ্গে তাঁর কথা হয়েছে কি না যাঁকে অস্বস্তিকর মনে হয়েছে। তখন কাশিস বলেন, “একজন বিখ্যাত ভারতীয় ক্রিকেটারের সঙ্গে কথা হয়েছিল। বেশ অস্বস্তিকর ছিল ওর আচরণ। আমার সঙ্গে দেখা করতে চেয়েছিল। রাজি হইনি।”

কাশিস জানিয়েছেন, কোনও মানুষের পেশা কখনওই তাঁকে আকৃষ্ট করে না। বরং তাঁর ব্যক্তিত্ব অনেক বেশি জরুরি। বলেছেন, “আপনি নিজের বাড়িতে ক্রিকেটার হিসেবে পরিচিত হতে পারেন। কিন্তু আমার কাছে শুধুই একজন পুরুষ। শুধু আপনার পেশার জন্য আমি আকৃষ্ট হতে পারব না। ও ভেবেছিল ক্রিকেটার বলেই হয়তো ওর প্রতি আমি আকৃষ্ট হয়ে পড়ব। ব্যাপারটা এতটাও সহজ নয়।”

Advertisement

কাশিস জানিয়েছেন, ক্রিকেট খেলাটার প্রতি তাঁর সম্মান রয়েছে। কিন্তু আকৃষ্ট হওয়ার মতো কিছু নেই। তাঁর কথায়, “ক্রিকেটার হওয়া স্রেফ একটা পেশা। আমি সম্মান করি। কিন্তু আমার সঙ্গে কেউ ব্যাট বা বল করছে না যে তার প্রতি আকৃষ্ট হব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement