India vs England 2025

ভারতীয় ক্রিকেটে আবার ফিরছে সৌরভ-রাইট যুগ, ২২ বছর আগের ফিটনেস কোচকে আনছেন গম্ভীর

২০০২ থেকে ২০০৩ পর্যন্ত ভারতীয় দলের দায়িত্ব ছিল আদ্রিয়ানের কাঁধে। সেই সময় দলের ক্রিকেটারদের ফিটনেস বৃদ্ধি করার দিকে নজর দিয়েছিলেন তিনি। এ বার আদ্রিয়ানকে আবার ফিরিয়ে আনা হচ্ছে একই লক্ষ্যে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুন ২০২৫ ১৪:১১
Share:

জন রাইটের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়। —ফাইল চিত্র।

ভারতীয় দলে প্রত্যাবর্তন আদ্রিয়ান লে রক্সের। দক্ষিণ আফ্রিকান স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ এর আগেও ভারতীয় দলের দায়িত্বে ছিলেন। সেই সময় ভারতীয় দলের কোচ ছিলেন জন রাইট এবং অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বর্তমানে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। সেই সময় তাঁর সবে ভারতীয় দলে অভিষেক হয়েছিল।

Advertisement

২০০২ থেকে ২০০৩ পর্যন্ত ভারতীয় দলের দায়িত্ব ছিল আদ্রিয়ানের কাঁধে। সেই সময় দলের ক্রিকেটারদের ফিটনেস বৃদ্ধি করার দিকে নজর দিয়েছিলেন তিনি। এ বার আদ্রিয়ানকে আবার ফিরিয়ে আনা হচ্ছে একই লক্ষ্যে। কিছু দিন আগে সোহম দেসাইকে ছেঁটে ফেলেছিল ভারত। সেই জায়গায় আদ্রিয়ানকে নিল বিসিসিআই।

আইপিএলে পঞ্জাব কিংসের দলে ছিলেন আদ্রিয়ান। ফাইনালে হেরে যায় তাঁর দল। তার পরেই আদ্রিয়ানকে ভারতীয় দলে নেওয়ার তোড়জোড় শুরু হয়। নতুন দায়িত্ব নিয়ে আদ্রিয়ান বলেন, “পঞ্জাবের সঙ্গে ছ’বছরের সম্পর্ক শেষ হল। এই বছর আমরা ফাইনালে উঠেছি। একটুর জন্য জিততে পারিনি। তার জন্য দুঃখ রয়েছে। তবে দারুণ একটা সময় কাটিয়েছি। এ বার ভারতীয় দলে নতুন ভূমিকায় যোগ দিতে চলেছি। পঞ্জাব কিংস সঠিক লোকের হাতে আছে। আমি তাতেই খুশি। আবার দেখা হবে।”

Advertisement

আদ্রিয়ান একজন স্পোর্টস বিজ্ঞানী। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ হিসাবে ছিলেন ২০০৩ থেকে ২০০৭ পর্যন্ত। আইপিএলে পঞ্জাব কিংস ছাড়াও তিনি কলকাতা নাইট রাইডার্সের দায়িত্বে ছিলেন। ২০০৮ থেকে ২০১৯ পর্যন্ত কেকেআরে ছিলেন আদ্রিয়ান। গম্ভীরের নেতৃত্বে সেই সময় দু’বার আইপিএল জিতেছিল কেকেআর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement