Allu Arjun

Shakib Al Hasan: ক্রিকেটে আবার পুষ্পা! ওয়ার্নার, হার্দিক, ব্র্যাভোর পর অল্লু অর্জুনের নাচে বাংলাদেশের শাকিব

এর আগে ইনস্টাগ্রামে ডেভিড ওয়ার্নার অল্লু অর্জুনকে নকল করেছিলেন। পরে হার্দিক পাণ্ড্যকে দেখা যায় তাঁর ঠাকুমার সঙ্গে পুষ্পার গানে নাচতে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২২ ১০:২৮
Share:

নাচলেন শাকিব। —ফাইল চিত্র

অল্লু অর্জুন জ্বরে আক্রান্ত ক্রিকেট মহল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে নাজমুল ইসলাম, ডোয়েন ব্র্যাভোর পর এ বার শাকিব আল হাসানকে দেখা গেল ‘পুষ্পা’ ছবিতে অল্লু অর্জুনের নাচ অনুকরণ করতে।

বৃহস্পতিবারের ম্যাচে ফ্যাফ দু’প্লেসির উইকেট নিয়ে অল্লু অর্জুনের মতো নাচতে দেখা গেল শাকিবকে। কোমিল্লা ভিক্টোরিয়ানস এবং ফর্চুন বরিশালের ম্যাচে দেখা গেল এমনই কাণ্ড। ভারতের অল্লু অর্জুনের ছবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে যে যথেষ্ট জনপ্রিয় তা বোঝাই যাচ্ছে। ফ্যাফ দু’প্লেসিকে বল করছিলেন বাংলাদেশের অলরাউন্ডার। সেই বলে আউট হতেই শাকিব হাতটা থুতনির কাছে এনে অল্লু অর্জুনকে নকল করলেন।

Advertisement

এর আগে ইনস্টাগ্রামে ডেভিড ওয়ার্নার অল্লু অর্জুনকে নকল করেছিলেন। পরে হার্দিক পাণ্ড্যকে দেখা যায় তাঁর ঠাকুমার সঙ্গে পুষ্পার গানে নাচতে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে উইকেট নিয়ে ব্র্যাভো নেচেছিলেন অল্লু অর্জুনকে নকল করে। ‘পুষ্পা’র সাফল্য বার বার নজর কাড়ছে ক্রিকেট বিশ্বে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement