Virat Kohli

দিল্লিতে জাতীয় দলের সতীর্থকে পাশে পাবেন কোহলি, বিজয় হজারেতে খেলবেন এক দিনের দলের ব্রাত্য উইকেটকিপার

এক দিনের দলে উইকেটরক্ষকের দায়িত্ব সামলাচ্ছেন কেএল রাহুল। ফলে প্রথম একাদশে সুযোগই পাচ্ছেন না তিনি। জাতীয় দলের সেই ব্রাত্য ক্রিকেটার এ বার ঘরোয়া ক্রিকেটে এক দিনের প্রতিযোগিতায় খেলতে চান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ ১৫:১৮
Share:

বিরাট কোহলি। — ফাইল চিত্র।

এক দিনের দলে উইকেটরক্ষার দায়িত্ব সামলাচ্ছেন কেএল রাহুল। ফলে প্রথম একাদশে সুযোগই পাচ্ছেন না তিনি। সেই ঋষভ পন্থ এ বার ঘরোয়া ক্রিকেটে এক দিনের প্রতিযোগিতায় খেলতে চান। বিজয় হজারে ট্রফিতে খেলার ব্যাপারে দিল্লি ক্রিকেট সংস্থাকে জানিয়েও দিয়েছেন তিনি। ফলে ঘরোয়া ক্রিকেটে কোহলি পাশে পাবেন জাতীয় দলের সতীর্থকে।

Advertisement

দিল্লি ক্রিকেটের সভাপতি রোহন জেটলি ‘টাইমস অফ ইন্ডিয়া’কে বলেছেন, “কোহলি তিনটে ম্যাচের জন্য খেলবে বলে আমাদের জানিয়ে দিয়েছে। পন্থ জানিয়েছে, গোটা প্রতিযোগিতাতেই খেলার জন্য ও তৈরি। ভারতীয় দলের পরামর্শ মেনে ও ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে কাজ করবে।”

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় শেষ হচ্ছে ১৯ ডিসেম্বর। সেই সিরিজ়ে খেলার কথা রয়েছে পন্থের। বিজয় হজারে শুরু হচ্ছে ২৪ ডিসেম্বর থেকে। পন্থ সেই প্রতিযোগিতায় খেলবেন। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজ় শুরু ১১ জানুয়ারি থেকে। তার আগে বিজয় হজারেতে ভাল খেলে এক দিনের দলে ঢুকতে মরিয়া পন্থ। বাকি ক্রিকেটারেরা যখন তিন সপ্তাহ বিশ্রাম নেবেন, পন্থ ব্যস্ত থাকবেন ঘরোয়া ক্রিকেট খেলতে।

Advertisement

কেরিয়ারে মাত্র ৩১টি এক দিনের ম্যাচ খেলেছেন পন্থ। রান ৮৭১। গড় ৩৩.৫০। গাড়ি দুর্ঘটনায় গুরুতর চোট পাওয়ার পর ফিরে এসে কোনও দিনই এক দিনের দলে নিজের জায়গা পোক্ত করতে পারেননি। উইকেটরক্ষার দায়িত্ব রাহুল নেওয়ায় অতিরিক্ত একজন ব্যাটার বা বোলার খেলানোর সুবিধা নিচ্ছে ভারত। গৌতম গম্ভীরের আমলে পন্থের জায়গায় খেলছেন কোনও একজন অলরাউন্ডার। তাই জাতীয় দলে ফেরার লক্ষ্যেই পন্থ ঘরোয়া ক্রিকেট খেলতে চান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement