(বাঁ দিকে) ধ্রুব জুরেল এবং অর্শদীপ সিংহ (ডান দিকে)। মাঝখানে রয়েছেন শার্দূল ঠাকুর। —ফাইল চিত্র।
ওভাল টেস্ট শুরুর দু’দিন আগে লন্ডনের একটি বাজারে ঘুরতে গিয়েছিলেন অর্শদীপ সিংহ, ধ্রুব জুরেল। বাইসেস্টার ভিলেজ মার্কেটের বিভিন্ন দোকান ঘুরে দেখছিলেন তাঁরা। একটা দোকানে জামা পছন্দ হওয়ায় ঢোকেন দু’জনে। দাম শুনে না কিনেই বেরিয়ে আসেন তাঁরা।
অবসর সময় বাজারে ঘুরতে গিয়েছিলেন ভারতীয় দলের কয়েক জন। অর্শদীপ, জুরেলের সঙ্গে ছিলেন কুলদীপ যাদব, ফিল্ডিং কোচ টি দিলীপও। বিভিন্ন দোকানে নানা জিনিস দেখছিলেন অর্শদীপেরা। গ্লুটেনহীন আইসক্রিম খান তাঁরা। একটা দোকানে ঢুকে ভাল কিছু রোদচশমা দেখেন। একটা জায়গায় মধ্যাহ্নভোজও সেরে নেন। তাঁদের বাজারে ঘোরাঘুরির ভিডিয়ো নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করেছেন অর্শদীপ।
তাঁরা একটা জামাকাপড়ের দোকানেও যান। একটা টি-শার্ট দেখে পছন্দ হয় অর্শদীপের। সেটার দাম ৩ লাখ টাকা দেখে চমকে ওঠেন অর্শদীপ। জুরেলকে তিনি বলেন, ‘‘একটা টি-শার্টের দাম ৩ লাখ! কেন ভাই?’’ সেটা রেখে দিয়ে অন্য জামা দেখতে শুরু করেন তাঁরা। আর একটা পছন্দ হয় জুরেলের। সেটার দাম ছিল ৫০ হাজার টাকা। তা দেখে তিনি অর্শদীপকে বলেন, ‘‘ভাই এই জামাটার দাম ৫০ হাজার টাকা! কারা কেনে এ সব জামা? কিছু দিন পরার পর তো নষ্ট হয়ে যাবে।’’ পোস্ট করা ভিডিয়োয় অর্শদীপ বলেছেন, ‘‘দোকানটায় আমরা ১৭ সেকেন্ড ছিলাম। দাম-টাম দেখেই হাঁটা লাগাই।’’
শেষ পর্যন্ত বাইসেস্টার ভিলেজ মার্কেটের কোনও দোকান থেকে জামা বা অন্য কিছু কিনেছেন কিনা, তা জানাননি অর্শদীপ। ওভাল টেস্টে তাঁর অভিষেকের কথা শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত তাঁকে খেলাচ্ছেন না গৌতম গম্ভীর, শুভমন গিলেরা। প্রসিদ্ধ কৃষ্ণের উপর আস্থা রেখেছেন তাঁরা। জুরেল অবশ্য খেলছেন। গত দু’টি টেস্টে ঋষভ পন্থ চোট পাওয়ায় পরিবর্ত হিসাবে শুধু উইকেট রক্ষা করেছিলেন। পন্থ ওভাল টেস্ট থেকে ছিটকে যাওয়ায় প্রথম একাদশে সুযোগ পেয়েছেন তিনি।