India Vs South Africa 2025

দল থেকে বাদ পড়তেই ইউটিউব চ‍্যানেল খুলে ফেলেছিলেন! ‘সিনিয়র’ অর্শদীপ ১০০ উইকেট ক্লাবে স্বাগত জানালেন ‘জুনিয়র’ বুমরাহকে

টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেট হয়েছে বুমরাহের। অর্শদীপ এই মাইলফলকে আগে পৌঁছেছেন। ম‍্যাচের পর মজা করে বলেছেন, বুমরাহকে অভিনন্দন জানিয়েছি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ২৩:৪৯
Share:

(বাঁ দিকে) জসপ্রীত বুমরাহর সঙ্গে অর্শদীপ সিংহ (ডান দিকে)। — ফাইল চিত্র।

এক জনের বয়স ২৬, আর এক জনের ৩২। একজনের যখন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে, তখন আর এক জনের ছ’বছর খেলা হয়ে গিয়েছে। ফলে কে সিনিয়র আর কে জুনিয়র, সেটা বোঝা একেবারেই কঠিন নয়। তবু জসপ্রীত বুমরাহকে টপকে ভারতীয় ক্রিকেটে এখন অর্শদীপ সিংহই সিনিয়র!

Advertisement

মঙ্গলবার কটকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম‍্যাচে অর্শদীপ নিজেই সিনিয়র-জুনিয়রের ধারনাটা বদলে দিয়েছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেট হয়েছে বুমরাহের। অর্শদীপ এই মাইলফলকে আগে পৌঁছেছেন। ব‍্যাস তাঁকে আর পায় কে!

ম‍্যাচের পর মজা করে বলেছেন, ১০০ উইকেট ক্লাবে ঢোকার জন‍্য বুমরাহকে অভিনন্দন জানিয়েছি। ‘সিনিয়র’ অর্শদীপের কথায়, “বুমরাহ যে আজ ১০০ উইকেট ক্লাবের সদস‍্য হল, এটা দারুণ ব‍্যাপার। তাই আমি ওকে অভিনন্দন জানিয়েছি। হাসতে হাসতে আমার ক্লাবে স্বাগত জানিয়েছি। ওর সঙ্গে বল করতে পারার আলাদা মজা আছে।”

Advertisement

ভারতের টি-টোয়েন্টি দলের রিজার্ভ বেঞ্চে অর্শদীপ নিয়মিত সুযোগ পাবেন কি না তা বলা কঠিন। কিন্তু মজা করতে অর্শদীপের জুড়ি মেলা ভার। তাই যে কোনও ম্যাচে বাদ পড়তে হতে পারে জেনেও তিনি বলেন, “বাদ পড়লে কী আর আছে। এই তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাদ পড়েছিলাম। সেই সুযোগে নিজের ইউটিউব চ্যানেল খুলে ফেলেছি!”

নিজের বোলিং নিয়ে অর্শদীপ বললেন, “ভাবনাটা খবু সহজ। শুধু দৌড়ে বল করো, উইকেট থেকে যেটুকু সাহায্য পাওয়া যাচ্ছে সেটা কাজে লাগাও, দলকে শুরুতেই উইকেট এনে দাও। তাই আমার পরিকল্পনাটা ছিল উইকেট থেকে যতটা সম্ভব সাহায্য তুলে নেওয়া। ভাবার খুব বেশি সময় পাওয়া যায় না। পিচই বলে দেবে কী করতে হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement