Asia Cup 2023

সকালে পরিষ্কার আকাশ, কিন্তু বৃষ্টির পূর্বাভাস কলম্বোয়, ক’টা থেকে? ভারত-পাকিস্তান ম্যাচ হবে?

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলম্বোয়। যদিও সকাল থেকে শ্রীলঙ্কার রাজধানী শহরের আকাশ পরিষ্কার। রোদ ঝলমল করছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩ ১২:৪১
Share:

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে সমর্থকদের মধ্যে। ছবি: টুইটার।

ভারত-পাকিস্তানের রবিবারে ম্যাচ কি নির্বিঘ্নে হবে? এটাই সব থেকে বড় প্রশ্ন ক্রিকেটপ্রেমীদের মনে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রবিবার কলম্বোয় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই বৃষ্টি ভারত-পাকিস্তানের ২২ গজের লড়াইয়ে কতটা প্রভাব ফেলবে, তা নিয়েই চলছে কাটাছেঁড়া।

Advertisement

কলম্বোর আকাশে উদ্বেগের মেঘ নেই রবিবার সকাল থেকে। বিক্ষিপ্ত ভাবে কালো মেঘের আনাগোনা থাকলেও আকাশ মূলত পরিষ্কার। সকাল থেকেই ঝলমলে রোদ শ্রীলঙ্কার রাজধানী শহর জুড়ে। নির্ধারিত সময় দুপুর ৩টেয় ভারত-পাকিস্তান ম্যাচ শুরু হওয়া নিয়ে তেমন সংশয় নেই। তবে, নির্বিঘ্নে পুরো খেলা হওয়া নিয়ে প্রশ্ন রয়েছে।

আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, দুপুরের পর থেকে কলম্বোর আকাশে ভিড় করবে কালো মেঘ। রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার প্রভাব পড়তে পারে ভারত-পাকিস্তান ম্যাচেও। বৃষ্টি চলতে পরে সোমবার দুপুর বা বিকাল পর্যন্ত। পূর্বাভাসে জানানো হয়েছে, সময় যত এগোবে তত বাড়তে পারে বৃষ্টির পরিমাণ।

Advertisement

দুপুর ২.৩০ মিনিটে বৃষ্টির সম্ভাবনা ৫৬ শতাংশ। দুপুর ৩.৩০ মিনিটে বৃষ্টির সম্ভাবনা ৮৪ শতাংশ। বিকাল ৪.৩০ মিনিটে বৃষ্টির সম্ভাবনা ৮৭ শতাংশ। বিকাল ৫.৩০ মিনিটে বৃষ্টির সম্ভাবনা ৭৯ শতাংশ। সন্ধে ৬.৩০ মিনিটে বৃষ্টির সম্ভাবনা ৭৫ শতাংশ। সন্ধে ৭.৩০ মিনিটে ৭৪ শতাংশ। রাত ৮.৩০ মিনিটে কলম্বোয় বৃষ্টির সম্ভাবনা ৭৮ শতাংশ। ৯.৩০ মিনিটে বৃষ্টির সম্ভাবনা ৭৫ শতাংশ। বেশি রাতের দিকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। রাত ১০.৩০ মিনিট এবং রাত ১১.৩০ মিনিটে বৃষ্টির সম্ভাবনা যথাক্রমে ৮৬ এবং ৮৮ শতাংশ। অর্থাৎ, ভারত-পাকিস্তান ম্যাচের মাথায় বৃষ্টির আশঙ্কা থাকছেই।

এশিয়া কাপে ভারত-পাকিস্তানের গ্রুপ পর্বের ম্যাচও ভেস্তে গিয়েছিল বৃষ্টির জন্য। সে কথা এবং আবহাওয়ার পূর্বাভাস মাথায় রেখে সুপার ফোরের ম্যাচের জন্য সোমবার রিজার্ভ দিন রাখা হয়েছে। রবিবার যে পর্যন্ত খেলা হবে, সোমবার সেখান থেকে খেলা শুরু হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement