Pat Cummins' Catch against West Indies

বিশ্বের সর্বকালের অন্যতম সেরা! নিজের বলে সামনের দিকে ঝাঁপিয়ে একহাতে ক্যাচ অসি অধিনায়ক কামিন্সের

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে নিজের বলেই সামনের দিকে ঝাঁপিয়ে ক্যাচ ধরেছেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার অধিনায়কের এই ক্যাচ কি বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ক্যাচের তালিকায় থাকবে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৫ ১৬:৪২
Share:

ক্যাচ নেওয়ার মুহূর্তে প্যাট কামিন্স। ছবি: সমাজমাধ্যম।

ক্রিকেটে বিশ্বের সেরা ক্যাচ কোনটা? এই নিয়ে তর্কের শেষ নেই। সেই তালিকায় এ বার ঢুকে পড়লেন প্যাট কামিন্স। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন নিজের বলেই সামনের দিকে ঝাঁপিয়ে ক্যাচ ধরেছেন তিনি। অস্ট্রেলিয়ার অধিনায়কের এই ক্যাচকে বিশ্বের সেরা ক্যাচ বলছেন অনেকে।

Advertisement

গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজ়ের প্রথম ইনিংসের নবম ওভারে ঘটে সেই ঘটনা। ব্যাট করছিলেন কেসি কার্টি। কামিন্সের বল ডিফেন্স করার চেষ্টা করেন তিনি। বল ব্যাটে লেগে প্যাডের উপরের দিকে লেগে হাওয়ায় ওঠে। যেখানে বল পড়ছিল সেখানে অস্ট্রেলিয়ার কোনও ফিল্ডার ছিল না।

বল করার পর ফলো থ্রু শেষে দৌড়ে যান কামিন্স। বেশ খানিকটা দৌড়ে সামনের দিকে ঝাঁপান তিনি। একহাতে বল ধরেন। কিন্তু তিনি ক্যাচ ধরার আগে বল মাটিতে পড়েছে কি না তা খতিয়ে দেখার জন্য তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হন মাঠের আম্পায়ারেরা। রিপ্লে-তে দেখা যায়, পরিষ্কার ক্যাচ ধরেছেন কামিন্স। সেই ক্যাচের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। অনেকেই এই ক্যাচকে বিশ্বের সেরা ক্যাচ হিসাবে দাবি করেছেন।

Advertisement

প্রথম টেস্টের মতো ওয়েস্ট ইন্ডিজ়-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টেও বোলারেরা দাপট দেখাচ্ছেন। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ২৮৬ রানে অল আউট হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ়ের প্রথম ইনিংস ২৫৩ রানে শেষ করে দিয়েছেন অসি বোলারেরা। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার রান ২ উইকেটে ১২। দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া এগিয়ে ৪৫ রানে।

তিন টেস্টের সিরিজ়ের প্রথম টেস্ট জিতেছে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজ়কে তাদের মাঠে হারিয়েছেন কামিন্সেরা। সিরিজ়ে টিকে থাকতে হলে এই টেস্ট জিততে হবে ওয়েস্ট ইন্ডিজ়কে। প্রথম দু’দিন যে ভাবে খেলা হয়েছে তাতে এই টেস্টের ফয়সালা হওয়ার কথা। এখন দেখার তৃতীয় দিন খেলার দখল কোন দল নেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement