স্কট বোলান্ড। ছবি: সমাজমাধ্যম।
টেস্ট কেরিয়ার খুব বড় নয় স্কট বোলান্ডের। তার মধ্যেই নজির গড়েছেন তিনি। ১১০ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন তিনি। ভারতের দুই বোলার জসপ্রীত বুমরাহ ও অক্ষর পটেলকে ছাপিয়ে গিয়েছেন এই ডানহাতি পেসার।
টেস্টে অন্তত ২০০০ বল করা বোলারদের মধ্যে সবচেয়ে কম গড় বোলান্ডের। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। তার পরেই এই নজির গড়েছেন বোলান্ড।
১৯১০ সাল থেকে টেস্টে সবচেয়ে কম গড়ের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার বার্ট আইরনমঙ্গারের। পাঁচ বছরের কেরিয়ারে ১৭.৯৭ গড়ে ৫৯ উইকেট নিয়েছিলেন তিনি। সেই নজির ভেঙেছেন বোলান্ড। চার বছরে ১৪ টেস্টে ১৭.৩৩ গড়ে ৫৯ উইকেট নিয়েছেন তিনি।
তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের ফ্রাঙ্ক টাইসন। পাঁচ বছরের কেরিয়ারে তিনি ১৮.৫৬ গড়ে ৭৬ উইকেট নিয়েছিলেন। এখনকার ক্রিকেটারদের মধ্যে প্রথম পাঁচে রয়েছেন অক্ষর ও বুমরাহ। অক্ষর ১৯.৩৪ গড়ে ৫৫ উইকেট নিয়েছেন। বুমরাহ ১৯.৪৮ গড়ে ২১৭ উইকেট নিয়েছেন। বাকিদের তুলনায় বুমরাহের কৃতিত্ব অনেক বেশি। কারণ, তাঁর কেরিয়ার বাকিদের থেকে অনেক লম্বা। অনেক বেশি টেস্ট খেলেছেন তিনি। অনেক বেশি উইকেট নিয়েছেন। এত বছর ধরে এই গড় ধরে রাখা কম কৃতিত্বের নয়। সেই কারণেই দীর্ঘ দিন ধরে আইসিসি ক্রমতালিকায় টেস্টে সেরা বোলারের জায়গা ধরে রেখেছেন ভারতীয় পেসার।
টেস্টের ইতিহাসে সবচেয়ে কম গড় রয়েছে ইংল্যান্ডের সিডনি বার্নসের। ১৬.৪৩ গড়ে উইকেট নিয়েছেন তিনি। তবে সেই সময় টেস্টের নিয়ম অন্য রকম ছিল। সেই জন্য ১৯১০ সালের পর থেকে খেলা ক্রিকেটারদের পরিসংখ্যান হিসাব করা হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তৃতীয় টেস্টে প্রথম ইনিংসে ২২৫ রান করেছে অস্ট্রেলিয়া। দিন-রাতের এই টেস্টে বোলারেরা দাপট দেখিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ় প্রথম ইনিংসে করেছে ১৪৩ রান। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সবচেয়ে সফল বোলান্ড। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার রান ৬ উইকেটে ৯৯। এখন ১৮১ রানে এগিয়ে তারা। আগের দুটো টেস্টই অস্ট্রেলিয়া জিতেছে। এই টেস্ট জিতলে ওয়েস্ট ইন্ডিজ়ের ঘরের মাঠে তাদের চুনকাম করবে অস্ট্রেলিয়া।