Karanbir Singh

টি-টোয়েন্টি ক্রিকেটে জোড়া বিশ্বরেকর্ড হাতছাড়া রিজ়ওয়ানের, পাক ব্যাটারের নজির ভাঙলেন এক ‘ভারতীয়’

পাকিস্তানের টি-টোয়েন্টি দলে সুযোগ পাচ্ছেন না মহম্মদ রিজ়ওয়ান। এর মধ্যেই ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর হাতছাড়া হল এক জোড়া বিশ্বরেকর্ড।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ১৭:২৫
Share:

মহম্মদ রিজ়ওয়ান। —ফাইল চিত্র।

কয়েক দিন আগে পাকিস্তানের এক দিনের দলের নেতৃত্ব হারিয়েছেন মহম্মদ রিজ়ওয়ান। জায়গা পাচ্ছেন না টি-টোয়েন্টি দলে। এ বার তাঁর হাতছাড়া হল টি-টোয়েন্টি ক্রিকেটের দু’টি বিশ্বরেকর্ড।

Advertisement

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি রান করার নজির এত দিন ছিল রিজ়ওয়ানের। তাঁর সেই বিশ্বরেকর্ড ভেঙে দিলেন অস্ট্রিয়ার ব্যাটার করণবীর সিংহ। ২০২১ সালে রিজ়ওয়ান ২৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৭৩.৬৬ গড়ে করেছিলেন ১৩২৬ রান। ২০২৫ সালে করণবীর ৩২টি ম্যাচ খেলে ৫১.৩১ করেছেন ১৪৮৮ রান।

সম্প্রতি রোমানিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলেছে অস্ট্রিয়া। রোমানিয়া সফরের আগে রেকর্ডের জন্য ভারতীয় বংশোদ্ভূত করণবীরের প্রয়োজন ছিল ৮৭ রান। সিরিজ়ের প্রথম ম্যাচে করণবীর করেন ২৭ বলে ৫৭ রান। দ্বিতীয় ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৪৬ বলে ৯০ রানের ইনিংস। সেই ম্যাচেই নতুন বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। পরের দু’টি ম্যাচে তিনি করেছেন যথাক্রমে ৪৪ বলে ৭৪ রান এবং ১২ বলে ২৭ রান। সব মিলিয়ে ২০২৫ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর রান ১৪৮৮।

Advertisement

টি-টোয়েন্টি ক্রিকেটে এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি রানের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সূর্যকুমার যাদব। ২০২২ সালে ৩১টি ম্যাচে ৪৬.৫৬ গড়ে ১১৬৪ রান করেছিলেন সূর্য। তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন অস্ট্রিয়ার আর এক ক্রিকেটার বিলাল জালমাই। করণবীরের সতীর্থ ২০২৫ সালে ৩৬টি ম্যাচ খেলে ৩১.৫০ গড়ে করেছেন ১০০৮ রান। তালিকায় পঞ্চম স্থানে আবার রিজ়ওয়ানের নাম। ২০২২ সালে ২৫টি ম্যাচে ৪৫.২৭ গড়ে ৯৯৬ রান করেন পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার।

এক ক্যালেন্ডার বছরে টি-টোয়েন্টি ক্রিকেটে রিজ়ওয়ানের সবচেয়ে বেশি চার মারার বিশ্বরেকর্ডও ভেঙেছেন করণবীর। চলতি বছরে অস্ট্রিয়ার ব্যাটার সব মিলিয়ে ১২৭টি চার মেরেছেন। রিজ়ওয়ান এক ক্যালেন্ডার বছরে ১১৯টি চার মেরেছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement