Pakistan Cricket

টাকার বান্ডিল দিয়ে কপালের ঘাম মুছছেন ক্রিকেটার! বিতর্কে বাবরের পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিতর্কে জড়ালেন পাকিস্তানের ক্রিকেটারেরা। টাকার বান্ডিল দিয়ে ঘাম মুছতে দেখা গিয়েছে দলের ক্রিকেটার আজ়ম খানকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৪ ২৩:১৪
Share:

বাবর আজ়ম। —ফাইল চিত্র।

এক ক্রিকেটার টাকার বান্ডিল দিয়ে ঘাম মুছছেন। আর সেই ভিডিয়ো করছেন দলের অধিনায়ক। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে এই বিতর্ক। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিতর্কে জড়িয়েছেন পাকিস্তানের ক্রিকেটারেরা।

Advertisement

বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় খেলবে পাকিস্তান। তার আগে দলের ক্রিকেটারদের এই ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, দলের উইকেটরক্ষক ব্যাটার আজ়ম খান হাতে বিদেশি মুদ্রার বান্ডিল নিয়ে বসে রয়েছেন। হাসতে হাসতে সেই বান্ডিল দিয়ে কপাল ও ঘাড়ের ঘাম মুছছেন তিনি। সামনে বসে সেই ঘটনার ভিডিয়ো করছেন বাবর। তিনিও আজ়মের এই কীর্তি দেখে হাসছেন।

পুরো ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। পাকিস্তানের দুই ক্রিকেটারের সমালোচনা শুরু হয়েছে। কেউ বলছেন, পাক ক্রিকেটারদের শিক্ষার দরকার। নইলে এই ধরনের হাস্যকর ঘটনা ঘটাবেন তাঁরা। আবার কেউ বলছেন, পাকিস্তানের আর্থিক অবস্থা খারাপ। দেশবাসী ঠিক মতো খাবার পাচ্ছেন না। বিদ্যুতের সমস্যা হচ্ছে দেশে। সেখানে টাকা নিয়ে ঘাম মুছে আসলে দেশবাসীকেই হাসির পাত্র করে তুলেছেন তাঁরা। এই বিষয়ে অবশ্য পাকিস্তান এখনও কিছু জানায়নি।

Advertisement

সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলে নিজেদের প্রস্তুতি সেরে ফেলতে চাইছেন বাবরেরা। এখনও বিশ্বকাপের দল ঘোষণা করেনি পাকিস্তান। ২৫ মে দল ঘোষণার শেষ দিন। তার আগেই দল ঘোষণা করতে হবে পাকিস্তানকে। সেই কারণে ইংল্যান্ড সিরিজ়কে গুরুত্ব দিচ্ছেন বাবরেরা। তার মধ্যেই বিতর্কে জড়ালেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement