Pakistan Cricket Board

বেতন কমল বাবর, রিজ়ওয়ানের! নতুন চুক্তিতে সেরা বিভাগে কাউকেই রাখল না পাক বোর্ড

সামনেই এশিয়া কাপ। তার আগে নিজের দেশের বোর্ডের থেকেই পাকিস্তানের ক্রিকেটারেরা ধাক্কা খেলেন। বোর্ড যে নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে সেখানে ‘এ’ ক্যাটেগরিতে কেউ জায়গা পাননি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৫ ১৬:৩১
Share:

বাবর আজ়ম (বাঁ দিকে) ও মহম্মদ রিজ়ওয়ান। —ফাইল চিত্র।

‘এ’ ক্যাটেগরির কোনও ক্রিকেটারই নেই পাকিস্তানে! এশিয়া কাপের আগে নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে সেরা অর্থাৎ ‘এ’ ক্যাটেগরিতে কেউ জায়গা পাননি। বেতন কমেছে বাবর আজ়ম ও মহম্মদ রিজ়ওয়ানের।

Advertisement

২০২৪-২৫ মরসুমে কেন্দ্রীয় চুক্তিতে ‘এ’ ক্যাটেগরিতে ছিলেন বাবর ও রিজ়ওয়ান। সেই দু’জনকেই ‘বি’ ক্যাটেগরিতে নামিয়ে দেওয়া হয়েছে। ফলে ২০২৫-২৫ মরসুমে কেন্দ্রীয় চুক্তিতে ‘এ’ ক্যাটেগরি ফাঁকা। আগের মরসুমে সবচেয়ে উপরের ক্যাটেগরিতে থাকায় বেতন সবচেয়ে বেশি পেতেন বাবর ও রিজ়ওয়ান। তাঁদের বেতন কমেছে। তবে আগে তাঁরা কত বেতন পেতেন ও এখন কত পাবেন, সে বিষয়ে কিছু জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড।

গত মরসুমে কেন্দ্রীয় চুক্তির আওতায় ছিলেন ২৭ জন ক্রিকেটার। সেই সংখ্যা বেড়েছে। এ বার রয়েছেন ৩০ জন ক্রিকেটার। তাঁদের তিনটে ক্যাটেগরিতে রাখা হয়েছে। প্রতি ক্যাটেগরিতে ১০ জন ক্রিকেটার রয়েছেন। ৩০ জনের মধ্যে ১২ জন নতুন। অর্থাৎ, তাঁরা যেমন কেন্দ্রীয় চুক্তিতে ঢুকেছেন, তেমনই ৯ জন ক্রিকেটার চুক্তি হারিয়েছেন।

Advertisement

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তির তালিকা:

ক্যাটেগরি ‘বি’— বাবর আজ়ম, মহম্মদ রিজ়ওয়ান, ফখর জ়মান, হ্যারিস রউফ, আব্রার আহমেদ, হাসান আলি, সাইম আয়ুব, সলমন আলি আঘা, শাদাব খান ও শাহিন আফ্রিদি।

ক্যাটেগরি ‘সি’— আবদুল্লা শফিক, ফাহিম আশরফ, হাসান নওয়াজ়, মহম্মদ হ্যারিস, মহম্মদ নওয়াজ, নাসিম শাহি, নোমান আলি, শাহিবজ়াদা ফারহান, সাজিদ খান ও সাউদ শাকিল।

ক্যাটেগরি ‘ডি’— আহমেদ দানিয়াল, হুসেন তালাত, খুর্‌রম শাহজ়াদ, খুশদিল শাহ, মহম্মদ আব্বাস, মহম্মদ আব্বাস আফ্রিদি, মহম্মদ ওয়াসিম জুনিয়র, সলমন মির্জ়া, শান মাসুদ ও সুফিয়ান মুকিম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement