রিশাদ হোসেন। ছবি: সমাজমাধ্যম।
শনিবার যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছে ভারত এবং পাকিস্তান। তার আগের কয়েক দিন পাকিস্তানের পরিস্থিতি মোটেও ভাল ছিল না। এমনটাই জানালেন বাংলাদেশের ক্রিকেটার রিশাদ হোসেন। দুবাই পৌঁছে স্বস্তি পেয়েছেন তিনি।
ভারত-পাকিস্তান সংঘাতের আবহে আইপিএলের মতো পাকিস্তান সুপার লিগও (পিএসএল) বন্ধ করে দেওয়া হয়েছে। সে দেশের লিগে খেলতে গিয়েছিলেন রিশাদ। তবে আনুষ্ঠানিক ভাবে লিগ বন্ধ হওয়ার আগেই পাকিস্তান ছাড়েন তিনি।
দুবাই পৌঁছে বলেছেন, “সঙ্কট কাটিয়ে দুবাই পৌঁছতে পেরে ভাল লাগছে। দুবাইয়ে পৌঁছে শুনলাম, যে বিমানবন্দর থেকে ২০ মিনিট আগে উড়ে গিয়েছি সেখানে মিসাইল পড়েছে। সকলেই ভয় পেয়ে গিয়েছিলাম। এখন সবাই শান্ত।”
রিশাদের সংযোজন, “বিদেশে খেলতে গেলেই আমার পরিবার চিন্তা করে। সেখানকার পরিস্থিতি ভাল না খারাপ জিজ্ঞাসা করতেই থাকে। পাকিস্তানে বোমা পড়া এবং মিসাইল হানার কথা শোনার পরেই সকলে চিন্তা করছিল। আমি ওদের শান্ত করেছিলাম। বলেছিলাম, আমি ঠিক আছি। এত না ভাবতে।”
রিশাদ খেলেন লাহৌর কলন্দর্সের হয়ে। বাংলাদেশের আর এক ক্রিকেটার নাহিদ রানা খেলেন পেশওয়ার জ়ালমির হয়ে। রিশাদ জানিয়েছেন, পরিস্থিতি দেখে ঘাবড়ে গিয়েছিলেন রানা। রিশাদের কথায়, “রানা খুব শান্ত ছিল। হয়তো চিন্তা করছিল। আমি বার বার ওকে বলছিলাম চিন্তা না করতে।”
তবে বাকি বিদেশি ক্রিকেটারেরা আরও ভয় পেয়েছিলেন বলে দাবি করেছেন রিশাদ। বলেছেন, “স্যাম বিলিংস, ড্যারিল মিচেল, কুশল পেরেরা, ডেভিড উইজ়া, টম কুরানের মতো বিদেশিরা খুব ভয় পেয়েছিল। দুবাইয়ে পৌঁছে মিচেল বলেই দিয়েছে, আর কোনও দিন পাকিস্তানে খেলতে যাবে না। বিশেষ করে এ ধরনের পরিস্থিতি থাকলে।”