T20 World Cup 2022

‘ধোনি’কে বাদ রেখেই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ! কেন? ব্যাখ্যা শাকিবদের ভারতীয় কোচের

বাংলাদেশের ক্রিকেটার মাহমুদুল্লাকে ধোনির সঙ্গে তুলনা করেছেন শ্রীধরণ শ্রীরাম। নতুনদের সুযোগ দেওয়ার জন্যই মাহমুদুল্লাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২২ ১৮:১৬
Share:

বিশ্বকাপের জন্য শাকিবের নেতৃত্বে বাংলাদেশের দল ঘোষণা হয়েছে। —ফাইল চিত্র

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলে জায়গা হয়নি অভিজ্ঞ মাহমুদুল্লার। ৩৬ বছরের অভিজ্ঞ অলরাউন্ডারকে মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে তুলনা করলেন বাংলাদেশের টেকনিক্যাল পরামর্শদাতা শ্রীধরণ শ্রীরাম। তাঁর মতে, ধোনিও একটা সময়ের পরে আর দেশের হয়ে খেলতে পারেননি। ঠিক তেমনই মাহমুদুল্লাকে বাদ দিতে বাধ্য হয়েছেন তাঁরা।

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় শ্রীরামের অধীনেই খেলতে যাবেন শাকিব আল হাসানরা। নতুন ক্রিকেটারদের সুযোগ দেওয়ার পক্ষপাতী শ্রীরাম। তিনি বলেন, ‘‘আমি মাহমুদুল্লাকে ধোনির সঙ্গে তুলনা করি। কারণ, ধোনি যেমন ভারতের হয়ে ছ’নম্বরে ব্যাট করতে নেমে অনেক ম্যাচ জিতিয়েছে, তেমনই মাহমুদুল্লাও ছ’নম্বরে ব্যাট করতে নেমে বাংলাদেশকে অনেক ম্যাচ জিতিয়েছে। ধোনিও তো দেশের হয়ে খেলা চালিয়ে যেতে পারেনি। তাই না? মাহমুদুল্লার ক্ষেত্রেও বিষয়টা একই।’’

সময় থাকতে নতুন ক্রিকেটারদের তৈরি করতে হবে বলে জানিয়েছেন শ্রীরাম। তিনি বলেন, ‘‘মাহমুদুল্লার উত্তরসূরি আমাদের তৈরি করতে হবে। দেখতে হবে কে বাংলাদেশের হয়ে ফিনিশারের ভূমিকা নিতে পারে। নতুনদের সুযোগ না দিলে সেটা বোঝা যাবে না।’’

Advertisement

মাহমুদুল্লার বাদ পড়ার কথা তাঁকে গিয়ে জানিয়েছিলেন শ্রীরাম। সেটা মোটেই সহজ ছিল না। ভারতীয় কোচ বলেন, ‘‘মাহমুদুল্লার সঙ্গে কথা বলা সহজ ছিল না। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সব থেকে বেশি ম্যাচ ও খেলেছে। ওকে আমি খুব সম্মান করি। খুব কষ্টে ওকে সবটা বলেছিলাম।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন