Bangladesh Vs Srilanka

দ্বিতীয় টেস্টে সুবিধা করতে পারল না বাংলাদেশ, নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে নাজমুলেরা

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে দাপট দেখিয়ে ছিলেন বাংলাদেশের ব্যাটারেরা। দ্বিতীয় টেস্টে তেমন পারফর্ম করতে পারলেন না তাঁরা। প্রথম দিনের শেষে কিছুটা চাপে বাংলাদেশ শিবির।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৫ ২২:৫৭
Share:

নাজমুল হোসেন শান্ত। —ফাইল চিত্র।

প্রথম টেস্টের মতো দাপট দেখাতে পারলেন না বাংলাদেশের ব্যাটারেরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েও সুবিধা করতে পারলেন না নাজমুল হোসেন শান্তেরা। বরং প্রথম দিনের শেষে তাঁরা কিছুটা চাপেই। দিনের শেষে সফরকারীদের রান ৮ উইকেটে ২২০।

Advertisement

বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে কলম্বোর ২২ গজে বাংলাদেশের কোনও ব্যাটারই তেমন সুবিধা করতে পারেননি। শুরুতেই আউট হয়ে যান ওপেনার আনামুল হক (শূন্য)। পরিস্থিতি সামাল দেন অন্য ওপেনার শাদমান ইসলাম এবং তিন নম্বরে নামা মোমিনুল হক। শাদমান করেন ৪৬। মোমিনুল ২১। রান পেলেন না চার নম্বরে নামা অধিনায়ক শান্ত (৮)। আগের টেস্টের দু’ইনিংসেই শতরান করেছিলেন তিনি।

৭৬ রানে ৪ উইকেট হারানোর পর বাংলাদেশের ইনিংসকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেন মুশফিকুর রহিম (৩৫), লিটন দাস (৩৪), মেহদি হাসান মিরাজ (৩১), নাইম হাসানেরা (২৫)। দিনের শেষে ২২ গজে অপরাজিত আছেন তাইজুল ইসলাম (৯) এবং এবাদত হোসেন (৫)।

Advertisement

শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সফলতম সোনাল দিনুশা ২২ রানে ২ উইকেট নিয়েছেন। বিশ্ব ফার্নান্ডো ২ উইকেট নিয়েছেন ৩৫ রান খরচ করে। অসিতা ফার্নান্দো ৪৩ রান খরচ করে ২ উইকেট নিয়েছেন। এ ছাড়া থারিন্দু রত্নায়েকে ৬৩ রানে ১ উইকেট নিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement