ICC Ranking

হেডিংলেতে হারের ধাক্কার পর সুখবর ভারতীয় শিবিরে, ব্যক্তিগত সাফল্যের পুরস্কার পেলেন বুমরাহেরা

ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে হেরে হতাশ ভারতীয় শিবিরের আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে পারে দ্বিতীয় টেস্টের আগে। দলগত ব্যর্থতা সত্ত্বেও ব্যক্তিগত সাফল্যের পুরস্কার পেলেন ভারতের ক্রিকেটারেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৫ ২২:১৭
Share:

ভারতীয় ক্রিকেট দল। —ফাইল চিত্র।

ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে হারলেও সুখবর ভারতীয় শিবিরে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) টেস্ট ক্রমতালিকায় এগিয়েছেন ভারতীয় ক্রিকেটারেরা। দলগত ভাবে ব্যর্থ হলেও ব্যক্তিগত সাফল্যের পুরস্কার পেয়েছেন জসপ্রীত বুমরাহ, ঋষভ পন্থেরা।

Advertisement

টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন পন্থ। হেডিংলে টেস্টের দু’ইনিংসে শতরান করার সুফল পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার। ব্যাটারদের ক্রমতালিকায় এটাই পন্থের সেরা অবস্থান। প্রথম ইনিংসে শতরান করার সুবাদে ক্রমতালিকায় চতুর্থ স্থান ধরে রেখেছেন যশস্বী জয়সওয়াল। পাঁচ ধাপ এগিয়ে ২০তম স্থানে উঠে এসেছেন শুভমন গিলও।

টেস্ট বোলারদের ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন জসপ্রীত বুমরাহ। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৫ উইকেট নেন তিনি। এই তালিকায় প্রথম ১০ জনের মধ্যে আর কোনও ভারতীয় নেই। রবীন্দ্র জাডেজা তিন ধাপ নেমে ১৩ নম্বরে রয়েছেন। তবে অলরাউন্ডারদের ক্রমতালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন জাডেজা।

Advertisement

চতুর্থ ইনিংসে ম্যাচ জেতানো শতরান করার পুরস্কার পেয়েছেন ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেটও। তিনি টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় পাঁচ ধাপ উঠে অষ্টম স্থানে রয়েছেন। শীর্ষ স্থান ধরে রেখেছেন জো রুট। দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement