Bangladesh Cricket

আমাদের বাদ দেওয়া হচ্ছে! আইসিসি এখনও সিদ্ধান্ত না জানালেও বাংলাদেশ ধরেই নিয়েছে তারা বিশ্বকাপে নেই

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া যে সময়ের অপেক্ষা, শুক্রবার লাইভ টেলিভিশন অনুষ্ঠানে তা মেনে নিয়েছেন বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ১০:৫২
Share:

বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত দিলেন সে দেশের সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। গ্রাফিক: আনন্দবাজার ডট কম

বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ কী, এখনও জানায়নি আইসিসি। কিন্তু জয় শাহেরা সিদ্ধান্ত নেওয়ার আগেই বাংলাদেশ ধরে নিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের খেলা হচ্ছে না। বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের কথাতেই তা স্পষ্ট।

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া যে সময়ের অপেক্ষা, শুক্রবার লাইভ টেলিভিশন অনুষ্ঠানে তা মেনে নিয়েছেন নজরুল। ঢাকায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনাল ছিল শুক্রবার। তার ফাঁকে কথা বলার সময় নজরুল বলেন, “বাংলাদেশের মানুষ ক্রিকেট ভালবাসেন। এখানে বিপুল সংখ্যক দর্শক এসেছেন, এটা তারই প্রমাণ। ক্রিকেটের প্রতি মানুষের এই সমর্থন এখন খুবই প্রয়োজন। কারণ, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়ার উপক্রম হয়েছে।”

আইসিসি আগেই স্পষ্ট করে জানিয়েছিল যে, বিশ্বকাপ পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভারতেই হবে। শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর জন্য বাংলাদেশের অনুরোধ তারা প্রত্যাখ্যান করেছে। কিন্তু বাংলাদেশ অনড় ছিল। সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বাংলাদেশকে একদিন সময় দেওয়া হয়েছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আরও এক বার ভারত থেকে তাদের ম্যাচ সরানোর অনুরোধ করেছে। এর জবাব আইসিসি এখনও দেয়নি।

Advertisement

কিন্তু নজরুল মেনে নেন, বাংলাদেশকে বাদই দেওয়া হচ্ছে। তিনি বলেন, “বিশ্বকাপে খেলার অধিকার আমাদের আছে। কিন্তু আমাদের বাদ দেওয়া হচ্ছে। এমন এক সময়ে দর্শকদের এই বিপুল উপস্থিতি নিশ্চিত ভাবেই বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেটারদের উৎসাহিত করবে। মাঠের আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে বাংলাদেশে ক্রিকেট কতটা জনপ্রিয়।”

আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে শুক্রবার নতুন করে আবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আবেদন করা হয়েছে আইসিসির ডিসপিউট রেজ়োলিউশন কমিটির কাছে। কিন্তু জানা গিয়েছে, এই কমিটির এই ধরনের আবেদন শোনার এক্তিয়ারই নেই! আইসিসি কর্তারাও আর সময় নষ্ট করতে রাজি নন। শনিবারই টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন জয় শাহেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement