Vaibhav Suryavanshi in India Under 19

ভারতের হয়ে আবার ঝড় উঠল বৈভবের ব্যাটে, ৯ ছক্কায় ৩১ বলে ৮৬ রানের ইনিংস ১৪ বছরের সূর্যবংশীর

ভারতের হয়ে আবার ঝোড়ো ইনিংস খেলল বৈভব সূর্যবংশী। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে রান তাড়া করতে নেমে ৩১ বলে ৮৬ রান করল সে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৫ ২২:২২
Share:

মারমুখী ব্যাটিং বৈভব সূর্যবংশীর। ছবি: সমাজমাধ্যম।

প্রতি ম্যাচের সঙ্গে আরও পরিণত হয়ে উঠছে বৈভব সূর্যবংশী। আরও বিধ্বংসী দেখাচ্ছে তাকে। ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আরও একটা ঝোড়ো ইনিংস খেলল সে। তৃতীয় এক দিনের ম্যাচে রান তাড়া করতে নেমে ৩১ বলে ৮৬ রান করেছে বৈভব।

Advertisement

তৃতীয় ম্যাচ বৃষ্টির কারণে কমে ৪০ ওভারের হয়েছে। ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২৬৮ রান করেছে। ম্যাচ জিততে হলে ভারতকে শুরুটা ভাল করতে হত। এই ম্যাচে খেলছেন না অধিনায়ক আয়ুষ মাত্রে। বদলে অধিনায়কত্ব করছেন অভিজ্ঞান কুন্ডু। তাঁর সঙ্গে ওপেন করতে নেমে ঝোড়ো ইনিংস খেলে বৈভব।

শুরু থেকেই বৈভবের ব্যাট চলছিল। পাওয়ার প্লে কাজে লাগায় ১৪ বছরের ব্যাটার। তার একের পর এক শট গিয়ে পড়ে বাউন্ডারিতে। মাত্র ২০ বলে অর্ধশতরান করে বৈভব। দেখে মনে হচ্ছিল শতরান করবে বাঁহাতি ব্যাটার। কিন্তু ৩১ বলে ৮৬ রান করে আউট হয় সে। ইনিংসে ছ’টা চার ও ন’টা ছক্কা মারে বৈভব। ভারতের জয়ের ভিত গড়ে দেয় বৈভব। শেষ পর্যন্ত ৪ উইকেটে জিতে সিরিজে এগিয়ে গেল ভারত।

Advertisement

আগের দুটো এক দিনের ম্যাচেও রান করেছে বৈভব। প্রথম ম্যাচে মাত্র ১৯ বলে ৪৮ রানের ইনিংস খেলেছিল ভারতের ওপেনার। মেরেছিল তিনটে চার ও পাঁচটা ছয়। হাসতে হাসতে সেই ম্যাচে রান তাড়া করেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করেছিল ভারত। সেই ম্যাচে পাঁচটা চার ও তিনটে ছক্কায় ৩৪ বলে ৪৫ রান করেছিল বৈভব। ২৯০ রান করার পরেও ১ উইকেটে হারতে হয় ভারতকে। তৃতীয় ম্যাচে আরও বড় ইনিংস এল বৈভবের ব্যাট থেকে।

গত আইপিএলে নজর কেড়েছে বৈভব। মাত্র ১৩ বছর বয়সে নিলামে কোটিপতি হয়েছে সে। রাজস্থান রয়্যালসের হয়ে নিজের প্রথম আইপিএল খেলতে নেমে নজর কেড়েছে বৈভব। ১৪ বছরের ব্যাটার তাদের হয়ে সাতটি ম্যাচ খেলেছে। ২৫২ রান করেছে বৈভব। ৩৬ গড় ও ২০৬.৫৫ স্ট্রাইক রেটে রান করেছে সে। সর্বাধিক ১০১ রান। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের তারকা ধরা হচ্ছে তাকে। কোচ রাহুল দ্রাবিড়ের নজরে ধীরে ধীরে নিজেকে তৈরি করছে বাঁহাতি ব্যাটার। ভারতের হয়েও সেই ছন্দ দেখা যাচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement