Gautam Gambhir's Future

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই কি চাকরি যাবে গুরু গম্ভীরের? মুখ খুলল ভারতীয় ক্রিকেট বোর্ড

টি-টোয়েন্টিতে যতই ভাল খেলুক তাঁর দল, গৌতম গম্ভীরের কোচিংয়ে টেস্টে ভারতের ফল খুব খারাপ। এক দিনের দ্বিপাক্ষিক সিরিজ়েও সাফল্যের চেয়ে ব্যর্থতা বেশি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ১৭:৪৫
Share:

গৌতম গম্ভীর। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই কি চাকরি যাবে গৌতম গম্ভীরের? বিশ্বকাপের আগে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত ফর্মে তাঁর দল। তিন ম্যাচ জিতে সিরিজ় জিতে গিয়েছে ভারত। কিন্তু ভারতের টেস্ট দলের কোচ হিসাবে গম্ভীরের ফল খুব খারাপ। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও এক দিনের দ্বিপাক্ষিক সিরিজ়েও সাফল্যের থেকে তাঁর ব্যর্থতা বেশি। ফলে চাকরি যাওয়ার জল্পনা থামছে না। এই পরিস্থিতিতে মুখ খুলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া।

Advertisement

‘স্পোর্টস্টার’-কে শইকীয়া জানিয়েছেন, কী সিদ্ধান্ত নেওয়া হবে, তার জন্য একটি কমিটি তাঁদের রয়েছে। শইকীয়া বলেন, “আমাদের একটা ক্রিকেট কমিটি রয়েছে। সেখানে প্রাক্তন ক্রিকেটারেরা রয়েছেন। তাঁরাই সিদ্ধান্ত নেন। দল নির্বাচনের জন্য পাঁচ সদস্যের নির্বাচক কমিটিও রয়েছে। তাঁরাও যোগ্যতা প্রমাণ করে এই দায়িত্ব পেয়েছেন। তাই সিদ্ধান্ত নেওয়ার লোক আমি নই। তাঁরা সব বিষয়ে আলোচনা করবেন। তার পর সিদ্ধান্ত নেবেন। তাড়াহুড়োর তো কিছু নেই।”

পাশাপাশি শইকীয়া আরও জানিয়েছেন, ভারতের মতো দেশে যে খারাপ ফল করলে সমালোচনা হবে তা তাঁরা জানেন। কারও মুখ তো বোর্ড বন্ধ করতে পারবে না। শইকীয়া বলেন, “১৪০ কোটি লোকের দেশ। প্রত্যেকেই ক্রিকেটের বিশেষজ্ঞ। প্রত্যেকের মতামত আছে। গণতান্ত্রিক দেশে তো কারও মুখ বন্ধ করতে পারি না। সংবাদমাধ্যমেও নানা রকম জল্পনা চলেছে। বর্তমান ও প্রাক্তন ক্রিকেটারেরাও নিজেদের মতামত দিচ্ছেন। এতেই তো সমাজমাধ্যম ভরে গিয়েছে।”

Advertisement

শইকীয়ার কথা থেকে স্পষ্ট, তাঁরা বাইরের কথা শুনে কোনও সিদ্ধান্ত নেবেন না। যা সিদ্ধান্ত হবে, তা বোর্ডের অন্দরে অনেক আলোচনার পরে হবে।

গম্ভীর দায়িত্ব নেওয়ার আগে ৯৩ বছরে মাত্র এক বার ঘরের মাঠে দুই বা তার বেশি টেস্টের সিরিজ়ে চুনকাম হয়েছিল ভারত। কিন্তু গম্ভীর জমানায় দু’বছরে দু’বার তা হয়েছে। প্রথমে নিউ জ়িল্যান্ড ও পরে দক্ষিণ আফ্রিকা ভারতকে হারিয়ে গিয়েছে। এক দিনের পাঁচটি দ্বিপাক্ষিক সিরিজ়ের মধ্যে তিনটি হেরেছেন গম্ভীর। শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও নিউ জ়িল্যান্ড হারিয়েছে ভারতকে। ফলে পরিসংখ্যান তাঁর পক্ষে নেই। তবে তাঁর কোচিংয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলে গম্ভীরকে সরানোর রব যে কিছুটা কমবে, তা জানেন শইকীয়াও। সেই কারণেই তাড়াহুড়ো করছেন না তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement