IPL 2025

চারটি মাঠে বাকি আইপিএল করার পরিকল্পনা বোর্ডের, তালিকায় কি রয়েছে ইডেন?

আপাতত এক সপ্তাহ বন্ধ রয়েছে আইপিএল। তবে আবার এই প্রতিযোগিতা শুরু করতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তার জন্য বিশেষ পরিকল্পনা করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১৭:১৬
Share:

আইপিএল ট্রফি। —ফাইল চিত্র।

ভারত-পাকিস্তান সংঘাতের জন্য আপাতত এক সপ্তাহ বন্ধ রয়েছে আইপিএল। তবে আবার এই প্রতিযোগিতা শুরু করতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তার জন্য বিশেষ পরিকল্পনা করা হচ্ছে। দেশের চারটি মাঠে বাকি ম্যাচগুলি করার পরিকল্পনা করেছে তারা।

Advertisement

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক ‘টাইমস অফ ইন্ডিয়া’কে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, “এক সপ্তাহ অনেকটা সময়। বোর্ড পরিকল্পনা তৈরি করছে। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, কলকাতা, হায়দরাবাদ, চেন্নাই ও বেঙ্গালুরুতে বাকি সব ম্যাচ হবে। অর্থাৎ, পূর্ব ও দক্ষিণ ভারতে সব খেলার পরিকল্পনা হয়েছে। যদি ধীরে ধীরে পরিস্থিতি ভাল হয় তা হলে পরের দিকে বাকি মাঠগুলিতেও খেলা হবে।” আপাতত এক সপ্তাহ পরেই প্রতিযোগিতা শুরু করার পরিকল্পনা করা হয়েছে।

এই ক্ষেত্রে একটিই সমস্যা রয়েছে বোর্ডের সামনে। বিদেশি ক্রিকেটারেরা এই সময় ভারতে থাকতে চাইছেন না। জানা গিয়েছে, আন্দ্রে রাসেল, সুনীল নারাইনেরা দেশে ফিরতে চাইছেন। অস্ট্রেলিয়া বোর্ডও তাদের ক্রিকেটারদের কথা ভাবছে। ফলে এই সময় আইপিএল হলে বিদেশি ক্রিকেটারদের পাওয়া যাবে কি না তা নিয়েও সংশয় রয়েছে।

Advertisement

যদি ভারত ও পাকিস্তানের মধ্যে এই উত্তেজনা আরও বাড়ে তা হলে এই মুহূর্তে দেশে আইপিএল করা সম্ভব নয়। সে ক্ষেত্রে ভারতের ইংল্যান্ড সফরের পরে আইপিএলের বাকিটা করা যায় কি না তা নিয়ে ভাবনা-চিন্তা চলছে। কারণ, এই সংঘাতের মাঝে ভারতের বাংলাদেশ সফর ও এশিয়া কাপ নিয়ে সংশয় রয়েছে।

অগস্টে বাংলাদেশ সফর রয়েছে ভারতের। সেপ্টেম্বর মাসে এশিয়া কাপ। এ বার এশিয়া কাপের আয়োজক দেশ ভারত। এই প্রসঙ্গে বোর্ডের ওই আধিকারিক বলেন, “এই পরিস্থিতিতে বাংলাদেশে ভারতের খেলতে যাওয়া নিয়ে সংশয় রয়েছে। সরকারের অনুমতির অপেক্ষা করতে হবে। এশিয়া কাপ নিয়েও সংশয় রয়েছে। কারণ, পাকিস্তানকে এই প্রতিযোগিতায় ভারত আমন্ত্রণ জানাবে কি না তা সম্পূর্ণ কেন্দ্রের উপর নির্ভর করছে।” যদি কোনও কারণে এখন আইপিএল না করা যায়, তা হলে অগস্ট-সেপ্টেম্বরের ওই সময়ের দিকে তাকিয়ে বোর্ড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement