উত্তরাখণ্ড ক্রিকেট সংস্থায় কলা-দুর্নীতি। — প্রতিনিধিত্বমূলক চিত্র।
ভারতীয় ক্রিকেট বোর্ডকে নোটিস পাঠাল উত্তরাখণ্ড হাইকোর্ট। উত্তরাখণ্ড রাজ্য ক্রিকেট সংস্থায় আর্থিক দুর্নীতি কাণ্ডে তদন্তের জন্য বোর্ডের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। জানা গিয়েছে, কলা কেনার জন্য উত্তরাখণ্ড সংস্থা ৩৫ লক্ষ টাকা খরচ করেছে। প্রকাশ্যে এসেছে আরও কিছু আর্থিক দুর্নীতি।
দেহরাদূনের বাসিন্দা সঞ্জয় রাওয়াত এবং আরও অনেকের দায়ের করা দুর্নীতির মামলার শুনানি ছিল বিচারপতি মনোজ কুমার তিওয়ারির বেঞ্চে। বিচারপতি মনোজকে জানানো হয়, ২০২৪-২৫ অর্থবর্ষে উত্তরাখণ্ড ক্রিকেট সংস্থার যে আর্থিক হিসাব-নিকাশ করা হয়েছে, সেখানে কলা কেনার জন্য ৩৫ লক্ষ টাকা খরচ দেখানো হয়েছে।
পাশাপাশি ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য ৬.৪ কোটি খরচ দেখানো হয়েছে। প্রতিযোগিতা আয়োজনের জন্য খরচ হয়েছে ২৬.৩ কোটি, যা গত বারের (২২.৩ কোটি) থেকে চার কোটি টাকা বেশি। মামলাকারীরা জানিয়েছেন, এই সব খাতে প্রচুর খরচ করা সত্ত্বেও ক্রিকেটারেরা কিছুই পাননি। যা প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য সংস্থা, তার কিছুই পূরণ করা হয়নি বলে অভিযোগ।
মামলাকারীরা এ-ও জানিয়েছেন, খাবার এবং খেলোয়াড়দের প্রতি খরচ খাতে কোটি কোটি টাকা তছরুপ করেছেন উত্তরাখণ্ড সংস্থার কর্তারা। ক্রিকেটের উন্নতির জন্য যে খরচ ধরা ছিল, তা কর্তাদের ব্যক্তিগত খাতে খরচ করা হয়েছে। আগামী শুক্রবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে হাইকোর্ট।
উত্তরাখণ্ড প্রিমিয়ার লিগ আয়োজন নিয়েও দুর্নীতি প্রকাশ্যে এসেছে। উত্তরাখণ্ড সংস্থার প্রাক্তন সহ-সভাপতি সুরেন্দ্র ভান্ডারি মামলা করে জানিয়েছেন, মাত্র একটি সংস্থাকেই টেন্ডার দেওয়া হয়েছে। আর কোনও সংস্থাকে আলোচনার মধ্যেই আনা হয়নি। ভান্ডারি জানান, উত্তরাখণ্ড ক্রিকেট সংস্থাকে প্রতি বছর টাকা দেয় ভারতীয় বোর্ড। সেই টাকা এ ভাবে নয়ছয় করতে দেওয়া যায় না।