ICC Women's ODI World Cup Final

চ্যাম্পিয়ন হলেই পকেটে কয়েক কোটি! বিশ্বকাপ জিতলে ছেলেদের থেকেও বেশি টাকা পাবেন মেয়েরা, কত পাবেন হরমনপ্রীত-জেমাইমারা?

ইতিহাসের সামনে ভারতের মহিলা ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথম বার এক দিনের বিশ্বকাপ জেতার সামনে তারা। ট্রফি জিতলে রাতারাতি কয়েক কোটি টাকা রোজগার করতে পারেন ক্রিকেটারেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৫ ১৮:১৩
Share:

বিশ্বকাপ নিয়ে দুই অধিনায়ক হরমনপ্রীত কৌর (বাঁ দিকে) এবং লরা উলভার্ট। ছবি: পিটিআই।

ইতিহাসের সামনে ভারতের মহিলা ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথম বার এক দিনের বিশ্বকাপ জেতার সামনে তারা। রবিবার যদি হরমনপ্রীত কৌরেরা ট্রফি জিততে পারেন, তা হলে যে টাকা পাবেন, ২০২৩ সালে ছেলেদের এক দিনের বিশ্বকাপ জিতে তত টাকা পায়নি অস্ট্রেলিয়া।

Advertisement

বিশ্বচ্যাম্পিয়ন হলেই রাতারাতি কয়েক কোটি টাকা রোজগার করতে পারেন হরমনপ্রীতদের দলের সব ক্রিকেটার। ভারতীয় বোর্ড প্রচুর টাকা পুরস্কারমূল্য দেবে বলে জানা গিয়েছে। আইসিসি-র থেকেও মোটা টাকা পাবেন জেমাইমা রদ্রিগেজ়রা।

জিতলে ভারতীয় দল পাবে ৩৭.৩ কোটি টাকা। হারলে মিলবে ২০ কোটি টাকা। ২০২৩ সালে ছেলেদের বিশ্বকাপে রোহিত শর্মার ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া সাড়ে ৩৫ কোটি টাকা পেয়েছিল। অর্থাৎ, প্যাট কামিন্সরা যে টাকা পেয়েছিলেন, হরমনপ্রীতেরা জিতলে প্রায় ২ কোটি টাকা বেশি পাবেন।

Advertisement

এ বার চ্যাম্পিয়ন দলকে গত বারের মেয়েদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের চেয়ে ২৩৯ শতাংশ বেশি টাকা দেওয়া হবে। রানার্স-আপ দল গত বারের থেকে ২৭৩ শতাংশ বেশি অর্থ পাবে। গত বার চ্যাম্পিয়ন এবং রানার্স-আপ দল পেয়েছিল যথাক্রমে ১১ কোটি এবং ৫ কোটি টাকা। দুই সেমিফাইনালিস্ট অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড এ বার পাবে ৯.৩ কোটি টাকা করে। গত বার ছিল ২.৫ কোটি টাকা।

এ বার বিশ্বকাপের মোট পুরস্কারমূল্য ১১৬ কোটি টাকা, গত বারের (২৯ কোটি) প্রায় তিন গুণ। এ বারই আইসিসি পুরুষ এবং মহিলাদের জন্য সমান পুরস্কারমূল্য চালু করেছে। গত বার পুরুষদের বিশ্বকাপে যে অর্থ দেওয়া হয়েছিল (৮৪ কোটি), তার থেকেও মহিলা ক্রিকেটারদের বেশি অর্থ দেওয়া হচ্ছে।

বিশ্বকাপে খেলা প্রতিটি দল পাবে ২ কোটি টাকা করে। পঞ্চম এবং ষষ্ঠ স্থানে শেষ করা দল পাবে ৫.৮ কোটি টাকা করে। সপ্তম এবং অষ্টম স্থানে শেষ করা দল পাবে ২.৩ কোটি টাকা করে। গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জেতার জন্য ২৮ লক্ষ করে টাকা পাওয়া যাবে।

ভারতীয় বোর্ডের সচিব থাকাকালীনই পুরুষদের সমান টাকা যাতে ক্রিকেটারেরা পান সেই চেষ্টা করা হয়েছে। ফলে ভারত মহিলাদের বিশ্বকাপ জিততে পারলে ভারতীয় বোর্ড তত টাকাই দেবে, যত টাকা দেওয়া হয়েছে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলকে। সে বার রোহিত শর্মা, বিরাট কোহলি-সহ গোটা দলকে ১২৫ কোটি টাকা দিয়েছিল ভারতীয় বোর্ড। হরমনপ্রীতেরাও ট্রফি জিতলে সেই টাকাই পেতে পারেন।

বোর্ডের এক সূত্র সংবাদ সংস্থাকে বলেছেন, “মহিলা এবং পুরুষদের সমান বেতনের পক্ষে বিসিসিআই। অনেক আলোচনা করেছি আমরা। যদি মহিলারা বিশ্বকাপ জেতে তা হলে পুরুষেরা যে টাকা পেয়েছিল তার থেকে কম টাকা কোনও ভাবেই পাবে না। তবে ট্রফি জেতার আগে আমরা কোনও ঘোষণা করতে চাই না।” উল্লেখ্য, ২০১৭ বিশ্বকাপের ফাইনালে হারার পর প্রত্যেক ক্রিকেটার ৫০ লক্ষ টাকা করে দেওয়া হয়েছিল। এ বার দশ গুণেরও বেশি টাকা পাওয়ার সম্ভাবনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement