Eden Gardens

অক্টোবরে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় টেস্ট সরছে ইডেন থেকে, বদলে নভেম্বরে কোন ম্যাচ হবে কলকাতায়?

ইডেন গার্ডেন্সে চলতি বছর অক্টোবরে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় টেস্ট হওয়ার কথা ছিল। সেই টেস্ট অন্য মাঠে হবে। বদলে অন্য একটি টেস্ট পাবে কলকাতা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ২২:১৩
Share:

ইডেন গার্ডেন্স। —ফাইল চিত্র।

কলকাতার ইডেন গার্ডেন্স ও দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের মধ্যে টেস্ট ম্যাচ অদল-বদল করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইডেন থেকে একটা ম্যাচ সরবে দিল্লিতে। বদলে অরুণ জেটলি স্টেডিয়াম থেকে একটা ম্যাচ আসবে কলকাতায়। ‘টাইমস অফ ইন্ডিয়া’ একটা রিপোর্টে এই খবর জানিয়েছে।

Advertisement

রিপোর্টে বলা হয়েছে, ১৪ থেকে ১৮ নভেম্বর দিল্লিতে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে যে টেস্ট হওয়ার কথা ছিল তা ইডেনে হবে। বোর্ডের এক আধিকারিক বলেন, “১০ থেকে ১৪ অক্টোবর ভারত ও ওয়েস্ট ইন্ডিজ়ের মধ্যে দ্বিতীয় টেস্ট হওয়ার কথা ছিল ইডেনে। সেই টেস্ট দিল্লিতে হবে। তার বদলে ১৪-১৮ নভেম্বর ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট দিল্লি থেকে ইডেনে সরবে। বছরের ওই সময় দিল্লিতে দূষণের মাত্রা সবচেয়ে বেড়ে যায়। ফলে খেলার আয়োজনে সমস্যা হতে পারে। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ড কয়েক দিনের মধ্যে সরকারী ভাবে তা জানিয়ে দেবে।”

ভারতে টেস্ট, এক দিন ও টি-টোয়েন্টির কোন ম্য়াচ কোন মাঠে হবে তা রোটেশন পদ্ধতিতে ঠিক হয়। সেই নিয়মেই অক্টোবরে ইডেন ও নভেম্বরে দিল্লিতে টেস্ট ম্যাচ দেওয়া হয়েছিল। কিন্তু পরিবেশের কথা ভেবে তা বদল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

এই বছর ২০ অক্টোবর দীপাবলি। ওই সময়ের পরে দিল্লির দূষণের মাত্রা স্বাভাবিকের থেকে অনেক বেড়ে যায়। দীপাবলিতে বাজি পোড়ানোয় দূষণ বাড়ে। পাশাপাশি পঞ্জাব ও হরিয়ানায় ফসল কাটার পর অবশিষ্ট পোড়ানো হয় ওই সময়। হাওয়ায় উড়ে তার ছাইও দিল্লিতে চলে আসে। ফলে দূষণ মাত্রাতিরিক্ত হয়ে যায়। সেই কারণে এ বার কোনও ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। আগে থেকেই খেলার মাঠ বদলে ফেলতে চাইছে তারা।

গত কয়েক বছর থেকেই এই দূষণের মাত্রা বাড়ছে। ২০১৭ সালে ডিসেম্বর মাসে দিল্লিতে একটা টেস্ট ম্যাচে মাস্ক পরেছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটারেরা। রঞ্জির দুটো ম্যাচ বাতিল করতে হয়েছিল সেখানে। ২০১৯ সালের নভেম্বর মাসে দিল্লির মাঠে খেলা চলাকালীন বাংলাদেশের দুই ক্রিকেটার বমি করে ফেলেন। ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপে দিল্লিতে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আয়োজন ঘিরেও সমস্যা হয়েছিল। ম্যাচের আগে অনুশীলন বাতিল করে দেয় দু’দল। সেই ঘটনা যাতে আর না ঘটে সে দিকে নজর রেখেছে বিসিসিআই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement