Gautam Gambhir and Ben Stokes

ক্রিকেটে পরিবর্ত খেলোয়াড়! আইসিসি-কে নিয়ম বদলের অনুরোধ গম্ভীরের, উড়িয়ে স্টোকস বললেন, ‘জঘন্য প্রস্তাব’

ম্যাঞ্চেস্টার টেস্টে চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। সেই ঘটনার পর অনেকেই ক্রিকেটে পরিবর্ত খেলোয়াড়ের দাবি তুলেছেন। সেই দাবিতে রাজি গৌতম গম্ভীরও। তবে ভারতের কোচের প্রস্তাব উড়িয়ে দিয়েছেন ইংরেজ অধিনায়ক বেন স্টোকস।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৫ ১৮:০৭
Share:

(বাঁ দিকে) গৌতম গম্ভীর। বেন স্টোকস (ডান দিকে)। — ফাইল চিত্র।

ম্যাঞ্চেস্টার টেস্টে চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। কোনওমতে প্রথম ইনিংসে ব্যাট করলেও যথেষ্ট ঝুঁকি ছিল। তিনি ব্যাট না করতে পারলে ভারতকে দশ জনে খেলতে হত। অনেকেই ক্রিকেটে পরিবর্ত খেলোয়াড়ের দাবি তুলেছেন। সেই দাবিতে রাজি গৌতম গম্ভীরও। তবে ভারতের কোচের প্রস্তাব উড়িয়ে দিয়েছেন ইংরেজ অধিনায়ক বেন স্টোকস।

Advertisement

রবিবার ম্যাচের পর সাংবাদিক বৈঠকে পরিবর্ত ক্রিকেটারের প্রসঙ্গ ওঠে। গম্ভীর বলেন, “অবশ্যই আমি এটার পক্ষে। আম্পায়ার এবং ম্যাচ রেফারি যদি মনে করেন চোট গুরুতর, তখন এই নিয়ম কাজে লাগাতে পারেন। যদি বাইরে থেকে চোট বোঝা যায়, তা হলে পরিবর্ত ক্রিকেটার নামানোর নিয়ম থাকা উচিত। কোনও খারাপ নেই এতে। বিশেষত এ ধরনের হাড্ডাহাড্ডি সিরিজ়ে এই নিয়ম অনেক সাহায্য করতে পারে। ভাবুন যদি ওদের ১১ জনের বিরুদ্ধে আমাদের ১০ জনকে খেলতে হত তা হলে কতটা দুর্ভাগ্যজনক হত।”

যদিও স্টোকসের মতে, এই আইন চালু হলে দলগুলি ফাঁকফোকর খুঁজে বার করে অপব্যবহার করার চেষ্টা করবে। তিনি বলেছেন, “এই নিয়মে অনেক ফাঁক তৈরি হবে। আপনি ১১ জনকে বেছে নিচ্ছেন। কারও চোট হতেই পারে। কনকাশন পরিবর্তের ব্যাপারে তা-ও বুঝতে পারি। খেলোয়াড়দের স্বাস্থ্য, সুরক্ষার কথা ভেবে ওই নিয়ম। কিন্তু যে কোনও চোটেই পরিবর্ত নামানোর নিয়ম হলে তা একেবারেই ভাল হবে না।”

Advertisement

কেন তিনি এই নিয়মের বিরোধী তা জানিয়ে স্টোকস বলেছেন, “ধরুন কাউকে এমআরআই স্ক্যান করা হল। দেখা গেল হাঁটু ফুলে গিয়েছে। সঙ্গে সঙ্গে সেই দল পরিবর্ত ক্রিকেটারের আবেদন করবে যে তরতাজা হয়ে নামবে। এই ধরনের আলোচনা পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement