মহম্মদ শামি। —ফাইল চিত্র।
রঞ্জি ট্রফির ম্যাচে সার্ভিসেসের বিরুদ্ধে চালকের আসনে বাংলা। তৃতীয় দিনের খেলার শেষে বাংলার থেকে ১০২ রানে পিছিয়ে রয়েছে সার্ভিসেস। দ্বিতীয় ইনিংসে তাদের হাতে রয়েছে ২ উইকেট। ৫ উইকেট নিয়ে বাংলাকে জয়ের মুখে পৌঁছে দিয়েছেন মহম্মদ শামি।
বাংলার ৫১৯ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে সার্ভিসেসের প্রথম ইনিংসের রান ছিল ৮ উইকেটে ১২৬। সেখান থেকে ১৮৬ রানে শেষ হয় তাদের প্রথম ইনিংস। ৮৫ রানে অপরাজিত থাকেন নকুল শর্মা। ৫১ রানে ৪ উইকেট নেন সুরজ সিন্ধু জয়সওয়াল। ৫০ রানে ৩ উইকেট নেন আকাশ দীপ। প্রথম ইনিংসে ৩৭ রানে ২ উইকেট নেন শামি।
৩৩৩ রানে পিছিয়ে থাকা সার্ভিসেসকে ফলোঅন করান বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। তাঁকে হতাশ করেননি শামি। একাই সার্ভিসেসের ব্যাটারদের নাকাল করে ছাড়েন। তাঁর সঙ্গে যোগ দেন আকাশও। ভারতীয় দলের দুই বোলারের দাপটে সুবিধা করতে পারেননি সার্ভিসেসের কোনও ব্যাটারই। ৫১ রানে ৫ উইকেট নিয়েছেন শামি। তাঁকে আবার চেনা ফর্মে পাওয়া গেল। ৪২ রানে ২ উইকেট আকাশের। দিনের শেষে সার্ভিসেসের দ্বিতীয় ইনিংসের রান ৮ উইকেটে ২৩১। অধিনায়ক রজত পালিওয়াল করেছেন ৮৩। ৬২ রান এসেছে মোহিত অহলওয়াতের ব্যাট থেকে। জয়ন্ত গোয়াত (১৬) এবং আদিত্য কুমার (২২) অপরাজিত রয়েছেন।
ম্যাচের শেষ দিন বোনাস পয়েন্ট-সহ জয়ের জন্য বাংলার দরকার ২ উইকেট। ইনিংস হার বাঁচাতে সার্ভিসেসকে করতে হবে আরও ১০৩ রান। এই ম্যাচ বোনাস পয়েন্ট-সহ জিততে পারলে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ওঠার ক্ষেত্রে সুবিধাজনক জায়গায় পৌঁছে যাবেন ঈশ্বরণেরা।