Bengal Pro T20 League

বাংলার ক্রিকেটের প্রচারে এ বার ‘বাঁটুল দি গ্রেট’! ২০ ওভারের লিগ জনপ্রিয় করতে উদ্যোগ সিএবির

বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের ম্যাসকট হল বাংলা সাহিত্যের অন্যতম কমিক ‘বাঁটুল দি গ্রেট’। সোমবার নিলামে ছিল ৮০২ জন ক্রিকেটারের নাম। পছন্দের ক্রিকেটারদের বেছে নিয়েছে দলগুলি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মে ২০২৫ ২২:৪৬
Share:

বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের ম্যাসকট হল সাহিত্যের চরিত্র ‘বাঁটুল দি গ্রেট’। ছবি: সমাজমাধ্যম থেকে।

বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের ম্যাসকট হল বাংলা সাহিত্যের অন্যতম কমিক ‘বাঁটুল দি গ্রেট’। নায়ারণ দেবনাথের সৃষ্ট চরিত্রকে সামনে রেখে বাংলার ২০ ওভারের লিগকে জনপ্রিয় করতে উদ্যোগী ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)। দ্বিতীয় বছরের প্রতিযোগিতার ড্রাফটে ছিল ৮০২ জন ক্রিকেটারের নাম। তাঁদের মধ্যে থেকে পছন্দের ক্রিকেটারদের বেছে নিয়েছে দলগুলি। উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন মনোজ তিওয়ারি, শাহবাজ় আহমেদ, অভিষেক পোড়েল, আকাশ দীপ, মুকেশ কুমারেরা।

Advertisement

সোমবার আনুষ্ঠানিক ভাবে প্রকাশ্যে আনা হল বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের ম্যাসকট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, ঝুলন গোস্বামী। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, সহ-সভাপতি অমলেন্দু বিশ্বাস, সচিব নরেশ ওঝা, যুগ্ম সচিব দেবব্রত দাস, কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তী-সহ অন্য কর্তারাও উপস্থিত ছিলেন। ছিলেন দীপ প্রকাশনের কর্ণধার শঙ্কর মণ্ডল, দীপ্তাংশু মণ্ডল প্রমুখ।

বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে আটটি দল খেলে। পুরুষদের পাশাপাশি মহিলাদের প্রতিযোগিতাও হয়। গত মরসুম থেকে এই প্রতিযোগিতা শুরু করেছে সিএবি। দল কর্তৃপক্ষেরা পছন্দের ক্রিকেটারদের বেছে নিয়েছেন। রাঢ় টাইগার্সের হয়ে খেলতে দেখা যাবে শাহবাজ়, প্রদীপ্ত প্রামাণিককে। শিলিগুড়ি স্ট্রাইকার্সের হয়ে খেলবেন আকাশ, সুরজ সিন্ধু জয়সওয়াল। মেদিনীপুর উইজ়ার্ডের হয়ে খেলবেন সুদীপ চট্টোপাধ্যায়, বিবেক সিংহ। হাওড়া ওয়ারিয়র্সে রয়েছেন আমির গনি। কলকাতা রয়্যাল টাইগার্সের হয়ে খেলবেন অভিষেক, করণ লাল। মনোজকে নিয়েছে হারবার ডায়মন্ডস। সুদীপ ঘরামি খেলবেন মুর্শিদাবাদ কিংসের হয়ে। মুকেশ, ঋত্বিক চট্টোপাধ্যায় রয়েছেন স্ম্যাশার্স মালদহে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement