পায়ে চোট পাওয়ার পর যন্ত্রণায় কাতরাচ্ছেন ঋষভ পন্থ। —ফাইল চিত্র।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় ড্র করলেও চোটের ধাক্কা খেয়েছে ভারত। ম্যাঞ্চেস্টারে পায়ে চোট পেয়েছেন ঋষভ পন্থ। পায়ের হাড়ে চিড় ধরেছে তাঁর। ফলে ওভালে আর খেলতে পারেননি পন্থ। এখনও বেশ কয়েক সপ্তাহ মাঠের বাইরেই থাকতে হবে ভারতের উইকেটরক্ষক ব্যাটারকে। আবার কবে ফিরতে পারবেন তিনি?
‘টাইমস অফ ইন্ডিয়া’ জানিয়েছে, পন্থের পায়ে অস্ত্রোপচারের প্রয়োজন হয়তো হবে না, কিন্তু চোট সারতে অন্তত ছ’সপ্তাহ বা দেড় মাস সময় লাগবে। চিকিৎসকেরা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। চোট সারার পরেও মাঠে নামার মতো পরিস্থিতিতে আসতে আরও কিছু দিন সময় লাগবে তাঁর। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সুস্থতার পরীক্ষা দিয়ে ছাড়পত্র পেতে হবে পন্থকে। তাঁকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। সম্পূর্ণ সুস্থ হওয়ার পরেই তাঁকে মাঠে নামার ছাড়পত্র দেওয়া হবে।
এত দিন মাঠের বাইরে থাকার অর্থ ভারতের হয়ে এশিয়া কাপ ও ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে খেলতে পারবে না পন্থ। সেপ্টেম্বরের ৯ তারিখ থেকে শুরু এশিয়া কাপ। চলবে ২৮ তারিখ পর্যন্ত। তার পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ় খেলবে ভারত। ২ থেকে ৬ অক্টোবর হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট হবে ১০ থেকে ১৪ অক্টোবর। এই দুই সিরিজ়ে পন্থের খেলার সম্ভাবনা প্রায় নেই।
এশিয়া কাপে পন্থ না খেললে বিশেষ সমস্যা হবে না ভারতের। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি খেললেও পন্থ ভারতের টি-টোয়েন্টি দলে প্রাথমিক পছন্দ নন। গত কয়েকটা সিরিজ়ে সঞ্জু স্যামসন সেই জায়গা নিয়ে নিয়েছেন। জীতেশ শর্মার মতো উইকেটরক্ষক-ব্যাটারও দৌড়ে রয়েছেন। ফলে এশিয়া কাপে হয়তো তাঁর কথা ভাবছেনও না গৌতম গম্ভীর, অজিত আগরকরেরা।
তবে ভারতের টেস্ট দলের প্রথম পছন্দ পন্থ। তিনি টেস্ট দলের সহ-অধিনায়কও। তাই ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তাঁকে চাইবেন নির্বাচক প্রধান ও কোচ। যদি পন্থ খেলতে না পারেন তা হলে সেই দুই টেস্টে খেলবেন ধ্রুব জুরেল। পন্থের অবর্তমানে ওভালে তিনিই খেলেছেন।
ম্যাঞ্চেস্টার টেস্টে প্রথম ইনিংসে ক্রিস ওকসের একটা বল পন্থের পায়ে লাগে। যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। জুতো খুললে বোঝা যায় তাঁর পা ফুলে রয়েছে। পরে জানা যায়, পায়ের হাড়ে চিড় ধরেছে। ওই অবস্থাতেই পরের দিন ব্যাট করতে নামেন তিনি। তাঁকে দেখে বোঝা যাচ্ছিল, কতটা কষ্ট হচ্ছে। তা-ও হাল ছাড়েননি। ওভালে অবশ্য তাঁকে খেলানো হয়নি। পন্থকে মাঠে দেখতে আরও অপেক্ষা করতে হবে ভারতীয় সমর্থকদের।