MS Dhoni and Virat Kohli

কোহলির চার অজানা গুণের কথা প্রকাশ্যে আনলেন ধোনি, বিরাটকে নিয়ে কী বললেন মাহি?

ভাল ব্যাট করতে পারেন, ভাল ফিল্ডিং করতে পারেন, দরকারে হাত ঘুরিয়ে দু’-এক ওভার বলও করতে পারেন। কিন্তু মাঠের বাইরে বিরাট কোহলির যে আরও কিছু গুণ রয়েছে, সেটা অনেকেরই জানা ছিল না। তা প্রকাশ্যে আনলেন ধোনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৫ ১৪:১৭
Share:

মহেন্দ্র সিংহ ধোনি (বাঁ দিকে) এবং বিরাট কোহলি। — ফাইল চিত্র।

তিনি খুবই ভাল ব্যাট করতে পারেন। ভাল ফিল্ডিং করতে পারেন। দরকারে হাত ঘুরিয়ে দু’-এক ওভার বলও করতে পারেন। কিন্তু মাঠের বাইরে বিরাট কোহলির যে আরও কিছু গুণ রয়েছে, সেটা অনেকেরই জানা ছিল না। তা প্রকাশ্যে আনলেন ধোনি। এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে কোহলির চারটে গুণের কথা তুলে ধরেছেন তিনি।

Advertisement

ধোনি বলেছেন, “কোহলি খুবই ভাল গান গায়, ভাল নাচতে পারে, অন্যকে দারুণ ভাবে নকল করতে পারে এবং প্রচণ্ড মজা করতে পারে। যদি ও মুডে থাকে, তা হলে এতটা বিনোদন দেবে আপনি ভাবতেও পারবেন না।” কোহলিকে ‘বিনোদনের সম্পূর্ণ প্যাকেজ’ হিসাবেও বর্ণনা করেছেন ধোনি।

অতীতে কোহলিকে বিভিন্ন অনুষ্ঠানে পা দোলাতে দেখা গিয়েছে। তাঁর হাস্যরসের প্রমাণও পাওয়া গিয়েছে বেশ কয়েক বার। কিন্তু কোহলি যে ভাল গাইতে পারেন এবং অন্যদের নকল করতে পারেন এটা অজানাই ছিল এত দিন। সেটাই প্রকাশ্যে এনে দিলেন ধোনি।

Advertisement

উল্লেখ্য, মাঠের বাইরেও ধোনির সঙ্গে সম্পর্ক ভাল কোহলির। সেটা বার বার দু’জনের কথা এবং আলোচনাতেই প্রকাশ পেয়েছে। অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার পর কোহলি বলেছিলেন, “একটা কথা আপনাদের সামনে স্পষ্ট করে দিতে চাই: টেস্ট অধিনায়কত্ব থেকে ইস্তফা দেওয়ার পর আগে যাদের সঙ্গে খেলেছি তাদের মধ্যে শুধু একজনের থেকেই বার্তা পেয়েছিলাম। সেটা হল মহেন্দ্র সিংহ ধোনি। অনেকের কাছেই আমার নম্বর রয়েছে। টিভিতে তারা সব সময় কোনও না কোনও পরামর্শ দিয়েই চলেছে। কেউ আমাকে একটা বার্তাও পাঠায়নি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement