Jasprit Bumrah

‘ম্যাচ বেছে বেছে আর কত দিন খেলবে?’ বুমরাহকে নিয়ে বিরক্ত পাঠান, দশে কত দিলেন ভারতের বোলারকে?

যে ভাবে ইংল্যান্ড সিরিজ়ে বেছে বেছে মাত্র তিনটে টেস্ট খেলেছেন জসপ্রীত বুমরাহ, তাতে খুশি নন ইরফান পাঠান। তাঁর প্রশ্ন, এ ভাবে আর কত দিন বেছে বেছে ম্যাচ খেলবেন তিনি? বুমরাহকে আরও বেশি দায়িত্ব নেওয়ার অনুরোধ করেছেন পাঠান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৫ ১২:১৬
Share:

জসপ্রীত বুমরাহ। ছবি: পিটিআই।

যে ভাবে ইংল্যান্ড সিরিজ়ে বেছে বেছে মাত্র তিনটে টেস্ট খেলেছেন জসপ্রীত বুমরাহ, তাতে একেবারেই খুশি নন ইরফান পাঠান। তাঁর প্রশ্ন, এ ভাবে আর কত দিন বেছে বেছে ম্যাচ খেলবেন তিনি? বুমরাহকে আরও বেশি দায়িত্ব নেওয়ার অনুরোধ করেছেন পাঠান। ইংল্যান্ড সিরিজ়ে বুমরাহের পারফরম্যান্সকে খুব বেশি নম্বর দিতে পারেননি।

Advertisement

পাঠানের মতে, বুমরাহ মাঝে মাঝে বল করা থেকে নিজেকে সরিয়ে নেন যা প্রভাব ফেলে দলের উপর। তিনি উল্লেখ করেছেন লর্ডস টেস্টের কথা। পাঠানের কথায়, “সেই ম্যাচে ষষ্ঠ ওভারের কথা মনে করুন। আমি ধারাভাষ্যেও একই কথা বলেছিলাম। জো রুটকে ও ১১ বার আউট করেছে। লর্ডস টেস্টে বুমরাহ পাঁচ ওভার বল করত। হয়তো পরের ওভারেই রুটকে আউট করে দিতে পারত। আমার মনে হয় ও নিজেকে গুটিয়ে নিতে চেয়েছিল। এ ছাড়া বেছে বেছে ম্যাচ খেলা তো আছেই। সকলেই সেটা দেখতে পাচ্ছেন।”

পাঠান মেনে নিয়েছেন যে বুমরাহ খুব খারাপ খেলেননি। তবে যতটা প্রত্যাশা করা হয়েছিল ততটাও ভাল খেলতে পারেননি। পাঠানের কথায়, “বুমরাহ দশে ছয় পাবে। দলের সিনিয়র ক্রিকেটার হিসাবে ওর দায়িত্ব ম্যাচ জেতানো। সেখানে ও মাত্র তিনটে টেস্ট খেলেছে, যার একটাও ভারত জেতেনি।”

Advertisement

পাঠানের সংযোজন, “প্রথম টেস্টের প্রথম টেস্টে পাঁচ উইকেট নিয়েছিল। দ্বিতীয় ইনিংসে একটাও উইকেট পায়নি। গুরুত্বপূর্ণ সময়ে ওর মতো বোলার উইকেট এনে দেবে এটাই আপনি প্রত্যাশা করেন। সেটা কী ভাবে আনবে ওকেই জানতে হবে। ইয়র্কার, স্লোয়ার, বাউন্সার— চাপ তৈরি করার জন্য একাধিক অস্ত্র থাকতে হবে। লিডসে সেই চাপ তৈরি করতে আমরা দেখিনি। ইংল্যান্ড প্রচুর রান তাড়া করে জিতেছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement