Digvesh Rathi

আইপিএলের মতো দিল্লি লিগেও ‘অবাধ্য’ দিগ্বেশ, বিপক্ষের ব্যাটারের সঙ্গে তর্কাতর্কি করে হজম করলেন জোড়া ছক্কা

আইপিএলে একাধিক বার শাস্তি পেয়েছিলেন দিগ্বেশ রাঠি। নিজেকে শুধরে নেওয়ার চেষ্টাই করছেন না দিল্লির বোলার। এ বার দিল্লির টি-টোয়েন্টি লিগে বিপক্ষের ব্যাটারের সঙ্গে ঝগড়া করলেন। তার পরেই জোড়া ছক্কা হজম করলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৫ ১০:৩৫
Share:

দিগ্বেশ রাঠী। — ফাইল চিত্র।

আইপিএলে ‘নোটবুক’ সেলিব্রেশন করে একাধিক বার শাস্তি পেয়েছিলেন দিগ্বেশ রাঠি। জরিমানার পর এক ম্যাচ নির্বাসিতও করা হয়। কিন্তু নিজেকে শুধরে নেওয়ার চেষ্টাই করছেন না দিল্লির বোলার। এ বার দিল্লির টি-টোয়েন্টি লিগে বিপক্ষের ব্যাটারের সঙ্গে ঝগড়া করলেন। তার পরেই জোড়া ছক্কা হজম করলেন সেই ব্যাটারের হাতেই।

Advertisement

সাউথ দিল্লি সুপারস্টার্জ়ের হয়ে খেলছেন দিগ্বেশ। তাদের খেলা ছিল ওয়েস্ট দিল্লি লায়ন্সের সঙ্গে। তখন ম্যাচের পঞ্চম ওভার চলছে। ওয়েস্ট দিল্লির অঙ্কিত কুমারকে বল করতে গিয়ে আচমকা থেমে যান দিগ্বেশ। পিছনে ফিরে আবার রান-আপ নিতে শুরু করেন। ব্যাটার বিরক্ত হলেও কিছু বলেননি।

দিগ্বেশ পরের বলটা করার আগেই ব্যাটার সরে যান ক্রিজ়‌ থেকে। আবারও আম্পায়ার সেই বল বাতিল করে দেন। এতেই রেগে যান দিগ্বেশ। অঙ্কিতের উদ্দেশে অশ্রাব্য ভাষায় কিছু কথা বলেন। আবার রান-আপে ফিরে যান। অঙ্কিত মুখে কিছু বলেননি। জবাব দেন ব্যাটে। দিগ্বেশের পরের ওভারের প্রথম দুটো বলেই ছক্কা মারেন। একটা লং-অন, একটা মিড-উইকেটের উপর দিয়ে। তার পর আঙুল দিয়ে একটা বিশেষ ইঙ্গিতও করেন।

Advertisement

দিগ্বেশ সেই ম্যাচে উইকেট পাননি। ৪৬ বলে ৯৬ রান করে ওয়েস্ট দিল্লিকে জেতাতে সাহায্য করেন অঙ্কিত।

আইপিএলে পঞ্জাব ম্যাচে প্রিয়াংশ আর্যকে আউট করে তাঁর সামনে গিয়ে ‘নোটবুক’ সেলিব্রেশন করেন লখনউয়ের দিগ্বেশ। সেই ম্যাচে জরিমানা হয়। আবারও একটা ম্যাচে একই কাজ করে জরিমানা দেন। হায়দরাবাদ ম্যাচে অভিষেক শর্মাকে আউট করার পর মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বলেছিলেন। সেই ম্যাচের পর তাঁকে নির্বাসিত করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement