পাকিস্তানের মহিলা ক্রিকেট দল। ছবি: এক্স।
মহিলাদের ক্রিকেটের স্বার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কেন্দ্রীয় চুক্তিতে থাকা মহিলা ক্রিকেটারদের বেতন এক লাফে ৫০ শতাংশ বৃদ্ধি করা হল। ২০২৫ সালের ১ জুলাই থেকে নতুন চুক্তি কার্যকর হবে।
মহিলা ক্রিকেটের প্রসার এবং প্রতিভাবান ক্রিকেটারদের আকৃষ্ট করতে ফতিমা সানাদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন পিসিবি কর্তারা। কেন্দ্রীয় চুক্তির সব বিভাগেই ৫০ শতাংশ করে বেতন বৃদ্ধি হচ্ছে। অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ক্রিকেটারদের উৎসাহিত করতে একটা নতুন বিভাগ তৈরি করা হয়েছে। তাঁরা থাকবেন কেন্দ্রীয় চুক্তির ‘ই’ ক্যাটাগরিতে। ১ জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬ সময়কালের জন্য মহিলা ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। মোট ২০ জন ক্রিকেটারকে চুক্তির আওতায় রেখেছেন পাকিস্তানের ক্রিকেট কর্তারা।
অধিনায়ক ফতিমা ছাড়াও ‘এ’ ক্যাটাগরিতে নাম রয়েছে মুনিবা আলি, সাদিয়া ইকবাল এবং সিদরা আমিনের। ‘বি’ ক্যাটাগরিতে আছেন আলিয়া রিয়াজ়, দিয়ানা বেগ এবং নাশরা সান্ধু। ‘সি’ ক্যাটাগরিতে রয়েছেন শুধু রামিন শামিম। ‘ডি’ ক্যাটাগরিতে রয়েছেন সবচেয়ে বেশি ১০ জন ক্রিকেটার। নাম রয়েছে গুল ফিরোজা, নাজিহা আলভি, নাতালিয়া পারভেজ, ওমাইমা সোহেল, সাদাফ শামাস, সিদরা নওয়াজ, সৈয়দা আরুব শাহ, তুবা হাসান, উম্মে-ই-হানি এবং ওয়াহিদা আখতারের। নতুন তৈরি করা ‘ই’ ক্যাটাগরিতে নাম রয়েছে দুই উঠতি প্রতিভার। তাঁরা হলেন আইমান ফতিমা এবং শাওয়াল জুলফিকার।