Abhishek Nayar

নায়ারের ভাবনায় এখন ইউপি ওয়ারিয়র্জ়, তাঁকে কি কেকেআরের ডাগ আউটে আর দেখা যাবে না?

ভারতীয় দলের চাকরি খোয়ানোর পর অভিষেক নায়ার গত আইপিএলের মাঝামাঝি সময় আবার ফেরেন কেকেআরের সংসারে। কিছু দিন আগে মহিলাদের প্রিমিয়ার লিগের দল ইউপি ওয়ারিয়র্জ়ের মেন্টরের দায়িত্ব নিয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৫ ২১:৫১
Share:

অভিষেক নায়ার। —ফাইল চিত্র।

দীর্ঘ দিন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং কোচ হিসাবে কাজ করেছেন অভিষেক নায়ার। গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হওয়ার পর তাঁকে ব্যাটিং কোচের দায়িত্ব দেন। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ়ে ভারতীয় দলের ভরাডুবির পর চাকরি যায় নায়ারের। সেই ঘটনা নিয়ে এ বার মুখ খুললেন তিনি।

Advertisement

ভারতীয় দলের চাকরি খোয়ানোর পর নায়ার গত আইপিএলের মাঝামাঝি সময় আবার ফেরেন কেকেআরের সংসারে। সেই ঘটনা নিয়ে প্রথম বার মুখ খুললেন নায়ার। এক সাক্ষাৎকারে নায়ার বলেছেন, ‘‘কলকাতা নাইট রাইডার্স আমার কাছে পরিবারের মতো। দলের সকলেই কেকেআরকে পরিবার বলে মনে করে। তাই ভারতীয় দল থেকে সরে আসার পর কেকেআরে ফেরা নিয়ে দু’বার ভাবিনি।’’ নায়ার আরও বলেছেন, ‘‘এই ধরনের প্রস্তাবকে আমি সুযোগ হিসাবেই দেখি। এ বারও সে ভাবেই দেখেছিলাম।’’

কিছু দিন আগেই মহিলাদের প্রিমিয়ার লিগের দল ইউপি ওয়ারিয়র্জ়ের মেন্টরের দায়িত্ব নিয়েছেন। এ ব্যাপারে নায়ার বলেছেন, ‘‘দলের মধ্যে জেতার মানসিকতা তৈরি করতে হবে। একটা সংস্কৃতি তৈরি করতে হবে। আমার প্রথম কাজ এটাই। মহিলাদের প্রিমিয়ার লিগ আমাদের ঘরোয়া ক্রিকেটকে এগিয়ে দেবে বলে মনে করি। আমাদের দেশের মেয়েরা ক্রিকেটে অনেক উন্নতি করেছে। আরও এগোবে বলেই আমার বিশ্বাস।’’ নায়ারের ভাবনার অনেকটা জুড়েই এখন ইউপি ওয়ারিয়র্জ়।

Advertisement

তা হলে কি তাঁকে আর কেকেআরের ডাগআউটে দেখা যাবে না? তেমন কিছু বলেননি নায়ার। উল্লেখ্য, প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং বোলিং কোচ ভরত অরুণ কেকেআরের দায়িত্ব ছেড়ে দিয়েছেন। যে কোনও স্তরে কোচিংয়ের সুযোগ পেলেই খুশি কেকেআরের সহকারী কোচের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement