Bangladesh vs South Africa

ছক্কা মারার ‘অপরাধ’, বাংলাদেশের ব্যাটারকে ধাক্কা, হেলমেট ধরে মুন্ডুও ঝাঁকিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকার বোলার!

ছক্কা খেয়ে মেজাজ হারালেন দক্ষিণ আফ্রিকার অফ স্পিনার শেপো এনতুলি। রেগে গিয়ে এগিয়ে যান বাংলাদেশের ব্যাটার রিপন মণ্ডলের দিকে। বিতণ্ডা, হাতাহাতিতে জড়িয়ে পড়েন দু’জনে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মে ২০২৫ ১৭:১৭
Share:

শেপো এনতুলি এবং রিপন মণ্ডলের ঝগড়ার সেই মুহূর্ত। ছবি: এক্স (টুইটার)।

ক্রিকেট মাঠে দু’দলের খেলোয়াড়দের বিতণ্ডা নতুন নয়। বিভিন্ন কারণে অনেক সময় মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারেন না ক্রিকেটারেরা। দক্ষিণ আফ্রিকার বোলার শেপো এনতুলি রেগে গেলেন প্রথম বলে ছক্কা খেয়ে। রাগের চোটে বাংলাদেশের ব্যাটার রিপন মণ্ডলকে শারীরিক ভাবে হেনস্থাও করলেন।

Advertisement

চার দিনের বেসরকারি টেস্টে মুখোমুখি বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার উঠতি ক্রিকেটারেরা। মঙ্গলবার থেকে মিরপুরে শুরু হয়েছে এমার্জিং (উঠতি) ক্রিকেটারদের টেস্ট। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক শাহদাত হোসেন। সুষ্ঠু ভাবেই চলছিল খেলা। ঘটনাটি বুধবার বাংলাদেশের ইনিংসের ১০৪তম ওভারে। বোলার ছিলেন এনতুলি। ওভারের প্রথম বলেই তাঁকে স্টেপ আউট করে ছক্কা মারেন বাংলাদেশের ন’নম্বর ব্যাটার রিপন।

একজন জোরে বোলার তাঁকে ছক্কা মারবেন, তা সম্ভবত ভাবতে পারেননি দক্ষিণ আফ্রিকার ২৯ বছরের অফ স্পিনার। ছক্কা খেয়ে মেজাজ হারিয়ে ফেলেন তিনি। এগিয়ে যান রিপনের দিকে। প্রথমে ধাক্কা দেন বাংলাদেশের ব্যাটারকে। রিপন হাত দিয়ে তাঁকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু বার বার রিপনের কাছে চলে যাচ্ছিলেন এনতুলি। দু’জনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আঁচ করেই ছুটে আসেন দক্ষিণ আফ্রিকার অন্য ক্রিকেটারেরা। এগিয়ে আসেন মাঠের দুই আম্পায়ারও। তার মধ্যেই হঠাৎ করে হেলমেট ধরে রিপনের মুন্ডু ঝাঁকিয়ে দেন এনতুলি। রিপন আর মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারেননি। তিনিও পাল্টা ধাক্কা দেন প্রোটিয়া ক্রিকেটারকে। হাতাহাতি হওয়ার উপক্রম হয়। এর পর আম্পায়ার এবং অন্য ক্রিকেটারেরা দু’জনকেই দূরে সরিয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করেন।

Advertisement

উঠতি ক্রিকেটারদের এমন আচরণে বিস্মিত এবং ক্ষুব্ধ ম্যাচ রেফারি সেলিম শাহেদ। তিনি বলেছেন, ‘‘আম্পায়ারদের রিপোর্ট খতিয়ে দেখে সিদ্ধান্ত নেব।’’ ম্যাচটি প্রথম শ্রেণির মর্যাদা পায়নি। তবু বিতণ্ডায় জড়ানো দুই ক্রিকেটারই শাস্তি পেতে পারেন বলে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement