Debabrata Das Suspended

বাংলার ক্রিকেট সংস্থার যুগ্মসচিব দেবব্রত দাস নিলম্বিত, আর্থিক কারচুপির অভিযোগে শাস্তি

শাস্তি পেলেন বাংলার ক্রিকেট সংস্থার যুগ্মসচিব। আর্থিক লেনদেনে কারচুপির অভিযোগে নিলম্বিত করা হয়েছে দেবব্রত দাসকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৫ ২২:০৮
Share:

বাংলার ক্রিকেট সংস্থার কার্যালয় ইডেন গার্ডেন্স। —ফাইল চিত্র।

শোকজ় করা হয়েছিল আগেই। এ বার শাস্তি পেলেন বাংলার ক্রিকেট সংস্থার (সিএবি) যুগ্মসচিব দেবব্রত দাস। আর্থিক লেনদেনে কারচুপির অভিযোগে তাঁকে নিলম্বিত করা হয়েছে। বৃহস্পতিবার অ্যাপেক্স কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

বাংলার ক্রিকেট সংস্থার ইতিহাসে সম্ভবত এই প্রথম সচিব পদে থাকাকালীন কাউকে নিলম্বিত করা হল। বৃহস্পতিবার সিএবি-তে গিয়েছিলেন দেবব্রত। সেখান থেকে বার হওয়ার সময় তাঁর ঘরে থাকা ঠাকুরের ছবি-সহ নিজস্ব জিনিসপত্র তিনি সঙ্গে করে নিয়ে গিয়েছেন।

শোকজ়ের পর আত্মপক্ষ সমর্থনের জন্য সময় চেয়েছিলেন দেবব্রত। সেই সময় দিতে রাজি হয়নি অ্যাপেক্স কমিটি। বৃহস্পতিবার বৈঠক শেষে বাংলার ক্রিকেট সংস্থা জানিয়েছে, ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। এই সময়ের মধ্যে বাংলার ক্রিকেট সংস্থায় কোনও পদে থাকতে পারবেন না দেবব্রত। কোনও কার্যকলাপে যোগ দিতেও পারবেন না তিনি। ২৩ অগস্ট আবার বৈঠক হবে। সেখানেই এই ঘটনা নিয়ে পরবর্তী আলোচনা করা হবে।

Advertisement

গত কয়েক সপ্তাহ ধরে বাংলার ক্রিকেটে একের পর এক অভিযোগ উঠছে। শুধু দেবব্রত নন, পাশাপাশি বাংলার ক্রিকেট সংস্থার কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তী ও অম্বরীশ মিত্রের বিরুদ্ধেও আর্থিক কারচুপির অভিযোগ উঠেছিল। গত ৬ অগস্ট ছিল সিএবি-র অ্যাপেক্স কমিটির বৈঠক। সেখানে শোকজ় করা হয়েছিল দেবব্রতকে। টিকিটের বকেয়া টাকা তাঁকে ১৫ দিনের মধ্যে ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। সেই শোকজ়ের জবাব দেওয়ার জন্য কয়েক দিন সময় চেয়েছিলেন দেবব্রত। অ্যাপেক্স কমিটি জানিয়ে দিয়েছে, সময় দেওয়া যাবে না। তার পরেই তাঁকে নিলম্বিত করা হয়েছে।

সিএবি-র কোষাধ্যক্ষ প্রবীরের বিরুদ্ধে অভিযোগ, নিজের ক্লাব উয়াড়ি থেকে তিনি নিজের নামে টাকা তুলেছেন। কিন্তু যে হেতু এটা উয়াড়ি ক্লাবের আভ্যন্তরীণ বিষয়, তাই তাতে নাক গলায়নি বাংলার ক্রিকেট সংস্থা। তবে ক্লাবের অনুদান বন্ধ রেখেছে সিএবি। অম্বরীশের বিরুদ্ধে অভিযোগ জমা পড়লেও পরে তা তুলে নেওয়া হয়। তাই তিনিও কোনও শাস্তি পাননি। তবে শাস্তি পেলেন দেবব্রত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement