Bangladesh Cricket

শাকিবদের দেশের ক্রিকেট লিগে বড় ঝামেলা, নাম তুলে নেওয়ার হুমকি দিল চার বারের চ্যাম্পিয়নেরা

বাংলাদেশের ক্রিকেট লিগ শুরুর এক দিন আগে আচমকাই দেখা দিল বড় সমস্যা। চার বারে ট্রফিজয়ী দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রতিযোগিতা থেকেই নাম তুলে নেওয়ার হুমকি দিল। কেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৪ ১৫:৩১
Share:

শাকিব আল হাসান। — ফাইল চিত্র।

বাংলাদেশের ক্রিকেট লিগ (বিপিএল) শুরুর এক দিন আগে আচমকাই দেখা দিল বড় সমস্যা। চার বারে ট্রফিজয়ী দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রতিযোগিতা থেকেই নাম তুলে নেওয়ার হুমকি দিল। তাঁদের দাবি, যদি এই মরসুমের আগে লভ্যাংশ বণ্টনের মডেল তাদের না জানানো হয়, তা হলে প্রতিযোগিতায় দল নামানো হবে না।

Advertisement

কুমিল্লার মালিক নাফিসা কামাল জানিয়েছেন, বাংলাদেশ বোর্ড এই মুহূর্তে যে ভাবে বিপিএল পরিচালনা করছে তাতে তাঁদের পক্ষে দল নামানো খুবই কঠিন। পাঁচ বছর আগে তিনি একটি ওয়েবসাইটে জানিয়েছিলেন, বিপিএলে লভ্যাংশ বিনিময়ের মডেল আনা উচিত। তার পরে চার বছর কেটে গেলেও কিছু হয়নি। দু’বছর আগে বিপিএলের গভর্নিং কাউন্সিল জানিয়েছিল, দলগুলির সঙ্গে লভ্যাংশ বণ্টন করতে তারা ইচ্ছুক নয়।

নাফিসা সম্প্রতি বলেছেন, “দল তুলে নেওয়ার ব্যাপারে একশো শতাংশ রাজি। আমরা বিপিএলে থাকতে রাজি নই যদি না লভ্যাংশ ভাগ করে নেওয়া হয়। টিকিট স্বত্ব, মাঠের স্বত্ব এবং সম্প্রচার স্বত্ব— তিনটে থেকে লভ্যাংশ দিতে হবে আমাদের। অনেক দিন আগে বিপিএল শুরু হয়েছে। এত বড় দেশে এখনও সম্প্রচার থেকে বড় অর্থ পাচ্ছি না আমরা। টিকিট বিক্রির স্বত্বে আমাদের ৫০ শতাংশ থাকলে একটা টিকিটও পড়ে থাকবে না। বিসিবি আমাদের কোনও স্বত্বেরই লাভের ভাগ দেয় না।”

Advertisement

তিনি আরও বলেছেন, “যে ভাবে ফ্র্যাঞ্চাইজ়ি লিগ চালানো উচিত তা স্রেফ খাতায়-কলমে রয়েছে। বাস্তবে তার কোনওটাই মানা হয়নি। আমরা লাভ ভাগ করে নেওয়ার ব্যাপারে নমনীয়তা দেখাতে পারি। কিন্তু লিগ কর্তৃপক্ষের আগ্রহই নেই।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন