সঞ্জয় মঞ্জরেকর। —ফাইল চিত্র।
এশিয়া কাপের মঞ্চে রবীন্দ্রসঙ্গীত গাইলেন সঞ্জয় মঞ্জরেকর। শ্রোতার ভূমিকায় দেখা গেল সঞ্চালিকা তথা ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহের স্ত্রী সঞ্জনা গনেশণ ও বাংলাদেশের ধারাভাষ্যকার আতহার আলি খানকে।
দেশ জুড়ে বাংলা ভাষা ও বাংলাভাষীদের অপমান ঘিরে রাজনৈতিক তরজা চলছে। শাসক ও বিরোধীরা পরস্পরকে দোষারোপ করছেন। তাতে জুড়ে গিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরও। তাঁর ছবি পোড়ানোকে কেন্দ্র করে বিরোধীরা প্রতিবাদ করেছেন। গ্রেফতার করা হয়েছে তৃণমূলের এক ছাত্রনেতাকে। পাল্টা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মঞ্চের নীচে রবীন্দ্রনাথের ছবি রাখাকে কেন্দ্র করে মুখর হয়েছে তৃণমূল। এই আবহে এক অবাঙালির মুখে শোনা গেল রবীন্দ্রসঙ্গীত।
এশিয়া কাপে বৃহস্পতিবার বাংলাদেশ বনাম হংকংয়ের ম্যাচ। খেলার আগে স্টুডিয়োয় মঞ্জরেকর ও আতহারের সঙ্গে কথা বলছিলেন সঞ্জনা। কথা বলার ফাঁকে মঞ্জরেকরের কণ্ঠে শোনা যায়, “ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু।” হাতজোড় করে চোখ বন্ধ রেখে গান মঞ্জরেকর।
গান শেষে সঞ্জনা জানান, “আমি এই গানকে ১০-এ ১০ দেব। দুর্দান্তে গাইলেন।” আতহারও প্রশংসা করেন মঞ্জরেকরের গানের। সে কথা শুনে মঞ্জরেকর বলেন, “আপনি ভাল বুঝবেন আমি কোনও ভুল করেছি কি না। একটু পরেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত শোনা যাবে। সেই জাতীয় সঙ্গীতও কবিগুরুর লেখা।”
মঞ্জরেকরের সঙ্গে রবীন্দ্রসঙ্গীতের যোগ রয়েছে। বেশ কয়েক বছর ধরে রবীন্দ্রসঙ্গীত গাইছেন ভারতের এই প্রাক্তন ক্রিকেটার। ২০১৬ সালে তাঁর একটি রবীন্দ্রসঙ্গীতের অ্যালবামও প্রকাশিত হয়েছিল। শিল্পী শ্রাবণী সেন ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে হয়েছিল সেই অ্যালবামের প্রকাশ। আরও এক বার মঞ্জরেকরের মুখে শোনা গেল রবীন্দ্রসঙ্গীত।