Jemimah Rodrigues on Virushka

নিউ জ়িল্যান্ডে রেস্তরাঁ থেকে বার করে দেওয়া হয়েছিল বিরাট, অনুষ্কাকে! ফাঁস করলেন জেমাইমা

নিউ জ়িল্যান্ডের এক রেস্তরাঁয় বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার সঙ্গে ছিলেন জেমাইমা রদ্রিগেজ় ও স্মৃতি মন্ধানা। তাঁদের সবাইকেই বার করে দেওয়া হয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১৩
Share:

বিরাট কোহলি (বাঁ দিকে) ও অনুষ্কা শর্মা। —ফাইল চিত্র।

বিরাট কোহলি কোনও রেস্তরাঁয় খেতে গেলে মালিকের পোয়াবারো। সঙ্গে অনুষ্কা শর্মা থাকলে তো কথাই নেই। ব্যবসা নিয়ে হয়তো আর ভাবতে হবে না সেই রেস্তরাঁকে। কিন্তু কোহলি-অনুষ্কাকে একটি রেস্তরাঁ থেকে বার করে দেওয়া হয়েছিল! নিউ জ়িল্যান্ডের সেই ঘটনার কথা জানিয়েছেন জেমাইমা রদ্রিগেজ়।

Advertisement

এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা জানান জেমাইমা। জানান, নিউ জ়িল্যান্ডে ভারতের পুরুষ ও মহিলা দলের সিরিজ় একই সময়ে চলছিল। দু’দল এক হোটেলেই ছিল। সেই সময়ই কোহলির কাছ থেকে পরামর্শ নিতে যান জেমাইমা। সেখানে ছিলেন স্মৃতি মন্ধানাও। হোটেলের একটি রেস্তরাঁয় দেখা হয়েছিল তাঁদের।

জেমাইমা বলেন, “কোহলি ভাই আমাদের বলেছিল, ‘ভারতের মহিলা ক্রিকেটকে বদলে দেওয়ার ক্ষমতা তোমাদের রয়েছে। সেটা যে হচ্ছে তা আমি দেখতে পাচ্ছি।’ আমাদের দু’জনের ব্যাটিংয়ের অনেক প্রশংসা করেছিল কোহলি ভাই।”

Advertisement

আলোচনার মাঝেই তাঁদের সঙ্গে যোগ দেন অনুষ্কা। সেই হোটেলেই ছিলেন কোহলির স্ত্রী। ধীরে ধীরে ক্রিকেট থেকে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে শুরু করেন তাঁরা। আড্ডা জমে উঠেছিল। তখনই ছন্দপতন। জেমাইমা বলেন, “দেখে মনে হচ্ছিল, আমরা ছোটবেলার বন্ধু, যাদের অনেক দিন পর দেখা হয়েছে। কিন্তু একটা কারণেই আমাদের এই আলোচনা থামাতে হয়েছিল। রেস্তরাঁর কর্মীরা আমাদের বার করে দিয়েছিল। প্রায় চার ঘণ্টা ধরে ওখানে বসেছিলাম। তাই ওরা আমাদের চলে যেতে বলেছিল।”

সামনেই ভারতের হয়ে এক দিনের বিশ্বকাপ খেলতে নামবেন জেমাইমা ও মন্ধানা। এ বার দেশের মাটিতে বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে তাঁদের। অন্য দিকে কোহলি এখন ক্রিকেটের বাইরে। টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নিয়েছেন। শুধু এক দিনের ক্রিকেট খেলছেন। আপাতত খেলা না থাকায় লন্ডনে সপরিবার ছুটি কাটাচ্ছেন। সামনে অস্ট্রেলিয়ায় এক দিনের সিরিজ় রয়েছে। ছুটির মাঝেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছেন কোহলি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement