Controversy in Delhi Cricket

দিল্লি ক্রিকেটে বিতর্ক, জীবনে কিপিং না করা ক্রিকেটার উইকেটরক্ষক হিসাবে দলে!

বিনু মাঁকড় ট্রফির জন্য অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করা হয়েছে। সেখানেই দেখা গিয়েছে এই অসঙ্গতি। দিল্লি ক্রিকেট সংস্থার সভাপতি রোহন জেটলি অভিযোগ পেয়ে পদক্ষেপ করেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ ১৭:০৬
Share:

দিল্লি ক্রিকেট সংস্থায় বিতর্ক। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

আবার বিতর্ক দিল্লি ক্রিকেট সংস্থায়। বিনু মাঁকড় ট্রফির জন্য ২৩ সদস্যের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করা হয়েছে। সেখানেই দেখা গিয়েছে এই অসঙ্গতি। এমন এক ক্রিকেটারকে উইকেটরক্ষক হিসাবে দলে নেওয়া হয়েছে যিনি কোনও দিন উইকেটরক্ষণই করেননি।

Advertisement

‘দৈনিক জাগরণ’ একটি রিপোর্টে জানিয়েছে, ৩ অক্টোবর বিনু মাঁকড় ট্রফির জন্য দল ঘোষণা করা হয়েছে। ২২তম সদস্য হিসাবে যে ক্রিকেটারকে নেওয়া হয়েছে তাঁকে নিয়েই বিতর্ক শুরু হয়। দিল্লি ক্রিকেট সংস্থার সভাপতি রোহন জেটলির কাছে অনেকে অভিযোগ করেন।

রিপোর্টে বলা হয়েছে, দিল্লি ক্রিকেট সংস্থার এক আধিকারিক নির্বাচকদের উপর চাপ দিয়ে ওই ক্রিকেটারের নাম দলে ঢুকিয়েছেন। ওই ক্রিকেটারকে বিকল্প উইকেটরক্ষক হিসাবে নেওয়া হয়েছিল। তাতেই আপত্তি ছিল অনেকের। অভিযোগ পেয়ে পদক্ষেপ করেছেন রোহন। ওই ক্রিকেটারের নাম বাদ পড়েছে। আরও কয়েক জন ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁদের নেওয়ার ক্ষেত্রেও অসঙ্গতির অভিযোগ উঠেছে।

Advertisement

দিল্লির অনূর্ধ্ব-২৩ ও রঞ্জির দল নির্বাচনেও প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে তিন কর্তার বিরুদ্ধে। সংস্থার সচিব অশোক শর্মা একটি চিঠি লিখেছেন রোহনকে। সেখানে তিনি লিখেছেন, হর্ষ সিংলা, আনন্দ বর্মা ও মনজিৎ সিংহ দল নির্বাচনের বৈঠকে ঢুকে পড়েন। তাঁদের বৈঠক ছেড়ে বার হতে বললেও তাঁরা তা শোনেননি। এখন দেখার অনূর্ধ্ব-১৯ এর মতো বড়দের দলেও রোহন হস্তক্ষেপ করেন কি না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement