Pakistan Afghanistan Conflict

এক্স বায়ো থেকে লাহোর কলন্দর্স দলের নাম মুছে ফেললেন রশিদ, পাকিস্তানের হামলায় তিন আফগান ক্রিকেটারের মৃত্যুতে প্রতিবাদ

আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের হামলায় তিন ক্রিকেটার-সহ আট জনের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ রশিদ খান। বিষয়টি জানার পরই সমাজমাধ্যমে নিন্দা করেছিলেন। মুছে ফেললেন পিএসএলের দলের নাম।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ১৪:৪৯
Share:

রশিদ খান। —ফাইল চিত্র।

পাকিস্তানের বিমান হানায় আফগানিস্তানের তিন ক্রিকেটারের মৃত্যুর ঘটনায় মুখ খুলেছিলেন ক্ষুব্ধ রশিদ খান। পাকিস্তানের ভূমিকার নিন্দা করেছিলেন। আফগান অলরাউন্ডার এ বার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দলের নামও মুছে দিলেন সমাজমাধ্যমের অ্যাকাউন্ট থেকে।

Advertisement

আইপিএল-সহ বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগে খেলেন রশিদ। পাকিস্তানের টি-টোয়েন্টি লিগের দল লাহোর কলন্দর্সের হয়েও খেলেন। সেই দলের নাম নিজের ‘এক্স’ অ্যাকাউন্টের বায়ো থেকে মুছে দিয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। গুজরাত টাইটান্স-সহ বাকি যে দলগুলির হয়ে তিনি খেলেন, সেই দলগুলির নাম আগের মতোই রয়েছে।

এর আগে রশিদ সমাজমাধ্যমে লিখেছিলেন, ‘‘পাকিস্তানের হামলায় আফগানিস্তানের নাগরিকদের মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত। এই হামলায় অনেক মহিলা, শিশুর প্রাণ গিয়েছে। প্রাণ গিয়েছে তরুণ ক্রিকেটারদের, যাঁরা একদিন আন্তর্জাতিক মঞ্চে খেলার স্বপ্ন দেখেছিলেন। এ ভাবে অসামরিক পরিকাঠামোয় হামলা বর্বরোচিত এবং অনৈতিক। এই ধরনের কাজ মানবাধিকার লঙ্ঘন করে, একে এড়িয়ে যাওয়া উচিত নয়।’’

Advertisement

পাক হামলার প্রতিবাদে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) নভেম্বরের ত্রিদেশীয় সিরিজ় থেকে নাম তুলে নিয়েছে। বোর্ডের সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছেন আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক। রশিদ লেখেন, ‘‘এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু হয়েছে। আমি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। এই কঠিন সময়ে আমি আমাদের দেশের মানুষের পাশে দাঁড়াচ্ছি। দেশের মর্যাদা সবচেয়ে আগে।’’

গত এক সপ্তাহ ধরে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সংঘর্ষ চলছে। বুধবার ৪৮ ঘণ্টার সংঘর্ষবিরতি ঘোষণা করেছিল দুই দেশ। তার মেয়াদ শেষ হয়েছে শুক্রবার। তার পর শুক্রবার রাতেই আফগানিস্তানের পাকতিকা প্রদেশে আকাশপথে হামলা চালায় পাকিস্তান। তাতে তিন জন ক্রিকেটার-সহ মোট আট জনের মৃত্যু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement