Rinku Singh and Priya Saroj

রিঙ্কুর প্রেমকাহিনি! হবু স্ত্রী প্রিয়ার সঙ্গে কী করে পরিচয়, কবে থেকে সম্পর্কের শুরু, জানালেন কেকেআর তারকা

জুন মাসে বাগ্‌দান হয়েছে রিঙ্কু সিংহ ও প্রিয়া সরোজের। তাঁদের পরিচয় কবে হয়েছিল? কী ভাবেই বা প্রেমের সম্পর্ক হয়েছিল দু’জনের মধ্যে? জানিয়েছেন রিঙ্কু।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৫ ২৩:০৫
Share:

প্রিয়া সরোজের (বাঁ দিকে) সঙ্গে বাগ্‌দানের অনুষ্ঠানে রিঙ্কু সিংহ। —ফাইল চিত্র।

চলতি বছর জুন মাসে বাগ্‌দান হয়েছে ক্রিকেটার রিঙ্কু ও সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়ার। দু’জনের পরিচয় কী ভাবে হয়েছিল? প্রথম কে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন? সেই সব বিষয়ে মুখ খুলেছেন কলকাতা নাইট রাইডার্সের তারকা রিঙ্কু।

Advertisement

‘নিউজ় ২৪’-কে দেওয়া এক সাক্ষাৎকারে রিঙ্কু জানিয়েছেন, ইনস্টাগ্রামে প্রিয়ার সঙ্গে তাঁর পরিচয়। শুরুতে একে অপরকে চিনতেন না। ধীরে ধীরে প্রেম হয় তাঁদের। রিঙ্কু বলেন, “২০২২ সালে কোভিডের সময় আমার অনুরাগীদের একটা পাতায় রিঙ্কুর বোন ওর কিছু ছবি পোস্ট করে। আমি সেই ছবিতে লাইক করি। প্রথম দেখাতেই ওকে ভাল লেগেছিল। ভেবেছিলাম কথা বলি। কিন্তু তার পর মনে হয়েছিল, সেটা ঠিক হবে না।”

বেশি দিন অবশ্য নিজেকে আটকে রাখতে পারেননি রিঙ্কু। প্রিয়া তাঁর কয়েকটা ছবিতে লাইক করেছিলেন। তার পরেই কথা শুরু হয় তাঁদের। রিঙ্কু বলেন, “ও যখন আমার কয়েকটা ছবিতে লাইক করল, তখন আমি সাহস করে মেসেজ করি। সেই শুরু। তার পর আমাদের নিয়মিত কথা হতে লাগল। ২০২২ সাল থেকেই আমি ওকে ভালবাসি। তবে মনের কথা জানাতে একটু সময় লেগেছিল। আমি ভাগ্যবান, ওর মতো একজনকে জীবনে পেয়েছি।”

Advertisement

সম্পর্কের শুরুতে অনেক গল্প হত তাঁদের। তবে এখন তা অনেক কমে গিয়েছে বলে জানিয়েছেন রিঙ্কু। তিনি বলেন, “শুরুতে আমরা খুব গল্প করতাম। কিন্তু এখন তা অনেক কমে গিয়েছে।” রিঙ্কুর সঙ্গে প্রিয়ার পরিচয় ২০২২ সাল থেকে। কয়েক মাসের মধ্যে প্রেমের সম্পর্কে জড়ান তাঁরা। ২০২৪ সালে সাংসদ হন প্রিয়া। তার পর থেকে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। তাই তাঁদের কথা কমে গিয়েছে বলে জানিয়েছেন রিঙ্কু। তিনি বলেন, “ওর অনেক কাজ থাকে। গ্রামে যায়। সেখানকার মানুষদের কথা শোনে। ওদের সাহায্য করে। পাশাপাশি সংসদেও যেতে হয়। সাংসদ ও রাজনীতিবিদ হিসাবে সারা দিন ওকে ব্যস্ত থাকতে হয়। ওর ইনস্টাগ্রামের পাতায় গেলেই সেটা বোঝা যায়। সকালে বাড়ি থেকে বেরিয়ে রাতে ফেরে। তাই আমাদের গল্প আর তেমন হয় না। ওই রাতেই যা একটু কথা হয়।”

জুন মাসে লখনউয়ে বাগ্‌দান হয় রিঙ্কু ও প্রিয়ার। ক্রিকেট ও রাজনীতির জগতের অনেকেই এসেছিলেন সেখানে। নভেম্বর মাসে দু’জনের বিয়ের কথা ছিল। কিন্তু তা পিছিয়েছে। আসলে সামনে এশিয়া কাপ রয়েছে। সেখানে সুযোগ পেয়েছেন রিঙ্কু। তার পরে ঘরোয়া মরসুম শুরু। তাই বিয়ে কিছুটা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement