স্ত্রী অঞ্জলি (বাঁ দিকে) ও কন্যা সারার (মাঝে) সঙ্গে সচিন তেন্ডুলকর। শুক্রবার সারার স্টুডিয়োতে। ছবি: সমাজমাধ্যম।
আগেই জানিয়েছিলেন, কোনও দিন ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেননি তিনি। বদলে তাঁর বাবা তাঁকে উৎসাহিত করেছেন নিজের স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার। সেই পথেই এগিয়েছেন সারা তেন্ডুলকর। তিনি একটা স্টুডিয়ো চালু করেছেন যেখানে এক বিশেষ ধরনের শরীরচর্চা করা হবে। কন্যার দ্বিতীয় ইনিংসের সাক্ষী ছিলেন সচিন। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী অঞ্জলি ও হবু পুত্রবধূও সানিয়া চন্দোক।
সারা ‘পিলাটেস অ্যাকাডেমি’ নামের এক স্টুডিয়ো খুলেছেন। শুক্রবার কন্যা, স্ত্রী ও হবু পুত্রবধূর সঙ্গে মিলে স্টুডিয়োর ফিতে কাটেন সচিন। পরিবারের বাকিরাও সেখানে ছিলেন। সারার কিছু বান্ধবীও উপস্থিত ছিলেন। তবে অর্জুনকে দেখা যায়নি। স্টুডিয়োর ভিতরে বাবা, মায়ের সঙ্গে ছবি তোলেন সারা।
কন্যার এই কাজে গর্বিত পিতা সচিন। তিনি সমাজমাধ্যমে স্টুডিয়োর বিভিন্ন ছবি দিয়েছেন। সেখানে লিখেছেন, “বাবা, মা হিসাবে আপনারা সব সময় চান আপনাদের সন্তান নিজের ভালবাসা নিয়ে এগিয়ে যাক। সারার এই স্টুডিয়ো আমাদের হৃদয়ে গেঁথে থাকা সেই বিশেষ মুহূর্ত। কঠিন পরিশ্রম ও আত্মবিশ্বাস নিয়ে এই যাত্রা সারা একাই করেছে। প্রতিটা ইঁট ও একাই গেঁথেছে। আমাদের জীবনে শরীরচর্চার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেটাই ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে ও। সারা, আমরা গর্বিত। তোমারে আগামী দিনের শুভেচ্ছা।”
এই স্টুডিয়ো উদ্বোধনের আগে বাড়িতে পুজো করেন সচিন। নিজে হাতে পুজোর সব কাজ করতে দেখা যায় তাঁকে। এ বার স্টুডিয়োর ফিতে কাটার সময়ও কন্যার পাশেই দেখা গেল তাঁকে।
কয়েক দিন আগে সচিনের পুত্র অর্জুনের সঙ্গে বাগ্দান হয়েছে সানিয়ার। তার পর থেকে তিনিও তেন্ডুলকর পরিবারের অংশ হয়ে উঠেছেন। বাড়ির পুজোতে ছিলেন তিনি। স্টুডিয়োর উদ্বোধনেও হবু পুত্রবধূকে দেখা গেল। এখন থেকেই তাঁকে পরিবারের সদস্য করে ফেলেছেন সচিন। তাঁদের বিভিন্ন অনুষ্ঠানে সেই ছবিই দেখা যাচ্ছে।