Urvil Patel Breaks Vaibhav Sooryavanshi's Record

ইডেনে নামার আগেই ভেঙে গেল বৈভবের নজির, ৩১ বলে শতরান করে সূর্যবংশীকে টপকে গেলেন ব্যাটার

আর একটু হলে আবার রেকর্ড গড়তে পারতেন উর্বিল পটেল। অল্পের জন্য হল না তা। তবে বৈভব সূর্যবংশীর নজির ভাঙলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ১৬:৪১
Share:

বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।

ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় দ্রুততম শতরানের রেকর্ড তাঁরই রয়েছে। সেই রেকর্ড ভাঙতে পারতেন উর্বিল পটেল। অল্পের জন্য পারলেন না। তবে বৈভব সূর্যবংশীর রেকর্ড ভাঙলেন আইপিএলে চেন্নাই সুপার কিংসের ব্যাটার।

Advertisement

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে গুজরাতের হয়ে সার্ভিসেসের বিরুদ্ধে ৩১ বলে শতরান করেছেন উর্বিল। হায়দরাবাদের মাঠে ১৮৩ রান তাড়া করতে নেমে এই নজির গড়েছেন তিনি। ৩৭ বলে ১১৯ রানের ইনিংস খেলেছেন এই ডানহাতি ব্যাটার। মেরেছেন ১২ চার ও ১০ ছক্কা। ওপেনিংয়ে আর্য দেশাইয়ের সঙ্গে মাত্র ১১.১ ওভারে ১৭৪ রানের জুটি বেঁধেছেন উর্বিল। আর্য ৩৫ বলে ৬০ রান করেছেন। তিনিও ঝোড়ো ইনিংস খেলেছেন। তবে উর্বিলের ব্যাটিংয়ের কাছে সে দিকে কারও নজরই পড়েনি। ১২.৩ ওভারে ম্যাচ জিতে গিয়েছে গুজরাত।

উর্বিল পটেল। ছবি: এক্স।

গত বছর সৈয়দ মুস্তাক আলিতেই ত্রিপুরার বিরুদ্ধে ২৮ বলে শতরান করেছিলেন উর্বিল। আরও একটি হলে নিজের রেকর্ড নিজেই ভেঙে ফেলতেন তিনি। তিন বলের জন্য তা হাতছাড়া হয়েছে। ২৮ বলে শতরান অবশ্য অভিষেক শর্মারও রয়েছে। ২০২৪ সালে পঞ্জাবের হয়ে মেঘালয়ের বিরুদ্ধে এই ইনিংস খেলেন তিনি।

Advertisement

তবে বৈভবের নজির ভেঙেছেন উর্বিল। কয়েক দিন আগে রাইজ়িং এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ভারত ‘এ’ দলের হয়ে ৩২ বলে শতরান করেছিল ১৪ বছরের বৈভব। সেই নজির এ দিন ভেঙে গিয়েছে। বুধবার ইডেনে বিহারের হয়ে মুস্তাক আলি খেলতে নামছে বৈভব। তার আগেই ভেঙে গেল তার নজির।

নিলামে দল না পেলেও গত মরসুমে আইপিএলের মাঝে বংশ বেদীর পরিবর্ত হিসাবে উর্বিলকে নেয় চেন্নাই। ইডেনে নিজের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ১৮০ রান তাড়া করতে নেমে ১১ বলে ৩১ রানের ইনিংস খেলেন তিনি। শেষ ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ১৯ বলে ৩৭ রান করেন তিনি। অল্প সময়ে তাঁর মারকুটে ব্যাটিং প্রভাবিত করেছে ধোনিদের। এ বারের নিলামের আগে তাঁকে ধরে রেখেছে চেন্নাই। আগামী মরসুমে চেন্নাইয়ের ওপেনারের ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে। সেই সম্ভাবনা আরও বাড়িয়ে দিচ্ছে উর্বিলের এই সব ইনিংস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement