মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।
এ বারের আইপিএল জয় দিয়ে শেষ করেছে চেন্নাই সুপার কিংস। হারিয়ে দিয়েছে প্লে-অফে জায়গা পাকা করে ফেলা গুজরাত টাইটান্সকে। কিন্তু রবিবার সেই ম্যাচে মাথা গরম করতে দেখা গিয়েছে মহেন্দ্র সিংহ ধোনিকে।
ক্রিকেটবিশ্বে ‘ক্যাপ্টেন কুল’ নামে পরিচিত ধোনি। যে কোনও পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে পারেন বলেই এমন নামে ডাকা হয় তাঁকে। ধোনির দল রবিবার ৮৩ রানে জিতেছে গুজরাতের বিরুদ্ধে। সেই ম্যাচেই মাথা গরম করেছেন অধিনায়ক ধোনি। গুজরাত ব্যাট করার সময় ঘটনাটি ঘটে। দশম ওভারে বল করছিলেন শিবম দুবে। তিনি ১৮ রান দেন ওই ওভারে। গুজরাতের সাই সুদর্শন এবং শাহরুখ খান মিলে ইনিংস গড়ার কাজ করছিলেন। সেই সময় ধোনি ফিল্ডারদের উপর রেগে গিয়েছিলেন। তিনি যে জায়গায় দাঁড়াতে বলছিলেন, সেই জায়গায় ফিল্ডারেরা দাঁড়াননি। সেই কারণে রেগে গিয়েছিলেন ধোনি। মাথিসা পাথিরানা এবং শিবমের উপরেও রেগে গিয়েছিলেন তিনি। সেই কারণেই তাঁদের বাদ দিয়ে রবীন্দ্র জাডেজার হাতে বল তুলে দিয়েছিলেন।
জাডেজা আউট করেন শাহরুখকে। সুদর্শনকেও আউট করেন তিনি। শাহরুখ ক্যাচ দেন শর্ট থার্ড ম্যানে পাথিরানার হাতে। সুদর্শন ক্যাচ দেন ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়ানো শিবমের হাতে। সতীর্থদের উপর মাথা গরম করলেও ধোনি সিদ্ধান্ত নিতে ভুল করেননি।
৪৩ বছর বয়সেও আইপিএল খেলে যাচ্ছেন ধোনি। পরের আইপিএল খেলবেন কি না তা স্পষ্ট করে না জানাননি। তাঁকে জিজ্ঞাসা করা হলে ধোনি বলেন, “আমি বলছি না যে আমার সময় শেষ হয়ে গিয়েছে। এটাও বলছি না যে পরের বছর ফিরবই। আমার কাছে সময় রয়েছে। ভেবেচিন্তে সিদ্ধান্ত নেব।”