Stampede Outside Chinnaswamy

বেঙ্গালুরুর বেহাল নিরাপত্তা নিয়ে আগেই সতর্ক করেছিলেন চেন্নাই সমর্থকেরা, সরকারের দিকে আঙুল কর্নাটক ক্রিকেট সংস্থার

বেঙ্গালুরুর নিরাপত্তাব্যবস্থা যে ভাল নয় তা এক বছর আগেই একটি পোস্টে জানিয়েছিলেন চেন্নাই সমর্থকেরা। সেই পোস্ট এখন ভাইরাল হয়েছে। এ দিকে, দুর্ঘটনার দায় এড়িয়েছে কর্নাটক ক্রিকেট সংস্থা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুন ২০২৫ ১৮:৩০
Share:

বুধবার এমনই ছিল বেঙ্গালুরুর অবস্থা। ছবি: পিটিআই।

আরসিবি-র আইপিএল জয়ের উৎসবে শামিল হতে গিয়ে বেঙ্গালুরুতে প্রাণ হারিয়েছেন ১১ জন। বেঙ্গালুরুর নিরাপত্তাব্যবস্থা যে ভাল নয় তা এক বছর আগেই একটি পোস্টে জানিয়েছিলেন চেন্নাই সমর্থকেরা। সেই পোস্ট এখন ভাইরাল হয়েছে। এ দিকে, দুর্ঘটনার দায় এড়িয়েছে কর্নাটক ক্রিকেট সংস্থা।

Advertisement

গত বছর বেঙ্গালুরুতে খেলা দেখতে গিয়েছিলেন চেন্নাই সমর্থকেরা। তখনই চরম অব্যবস্থার শিকার হন। মহিলা সমর্থকদের বিপদের মুখে পড়তে হয়। চেন্নাই সমর্থকদের গ্রুপ ‘হুইসল পোড়ু আর্মি’ লিখেছিল, “যাঁরা বেঙ্গালুরুতে খেলা দেখতে গিয়েছিলেন, আশা করি তাঁরা সাবধানে বাড়ি ফিরেছেন। মহিলা, শিশু এবং পরিবারের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে তা নিন্দনীয়। এই বেঙ্গালুরুকে আমরা চিনি না। চিন্নাস্বামী মোটেও বিপক্ষ দলের মহিলা সমর্থকদের কাছে খেলা দেখার জন্য নিরাপদ নয়। বেহাল নিরাপত্তা এবং সমর্থকদের খারাপ ব্যবহারের প্রতিবাদ করার কোনও ভাষা নেই।”

সম্প্রতি ওই পোস্টে প্রচুর মানুষ মন্তব্য করতে থাকেন। ফলে ‘হুইসল পোড়ু আর্মি’ আবার একটি পোস্ট দিয়ে লেখে, “এক বছর আগেই আমরা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলাম। তখন সমস্যার সমাধান না করে আমাদের দিকেই কটাক্ষ ভেসে এসেছিল। দুর্ভাগ্যবশত, এ বার যা হল তা সামান্য দায়বদ্ধতা, সঠিক দৃষ্টিভঙ্গি এবং ইচ্ছা থাকলেই এড়ানো যেত।”

Advertisement

পদপিষ্টের ঘটনার পর দায় এড়িয়ে কর্নাটক ক্রিকেট সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, অনুষ্ঠান আয়োজনে তাদের কোনও হাত ছিল না। পুরো দায়ই সরকারের। তারাই সবুজ সংকেত দিয়েছে। মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের মদতেই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তাদের আরও দাবি, ভিড় নিয়ন্ত্রণের ব্যাপারে রাজ্য ক্রিকেট সংস্থাকে কোনও ভাবেই দায়ী করা উচিত নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement