Women's ODI World Cup 2025

শুরু হয়নি বিশ্বকাপে ভারত-দক্ষিণ আফ্রিকা ফাইনাল! কখন থেকে কমবে ওভার, খেলা শুরুর শেষ সময় ক’টা

নবি মুম্বইয়ে বৃষ্টি হচ্ছে। ফলে টসও হয়নি। বৃষ্টি না থামলে খেলা শুরু করা যাবে না। বিশ্বকাপ ফাইনালে রিজ়ার্ভ দিন রয়েছে। তবু রবিবার খেলা শুরু করার শেষ সময় কখন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ১৬:০২
Share:

ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে মাঠ পরিদর্শনে আম্পায়ারেরা। ছবি: আইসিসি।

রবিবার কি আদৌ হবে ভারত-দক্ষিণ আফ্রিকা ফাইনাল? নবি মুম্বইয়ে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ফলে টস করাও সম্ভব হয়নি। একটা সময়ের পর থেকে ওভার কমতে শুরু করবে। মহিলাদের বিশ্বকাপের ফাইনাল যদি রবিবার শেষ করতে হয়, তা হলে ক’টার মধ্যে খেলা শুরু করতে হবে, তা জানা গিয়েছে।

Advertisement

দুপুর ২:৩০ মিনিটে টস হওয়ার কথা ছিল। খেলা শুরু হওয়ার কথা ছিল দুপুর ৩টে থেকে। কিন্তু নির্দিষ্ট সময়ে খেলা শুরু করা যায়নি। জানা গিয়েছে, ভারতীয় সময় বিকাল ৫টা থেকে ওভার কমতে শুরু করবে। অর্থাৎ, ৫টার মধ্যে খেলা শুরু করা না গেলে পুরো ৫০ ওভারের খেলা হবে না।

রবিবার ফাইনাল শুরু করতে হলে দু’দলকে অন্তত ২০ ওভার করে খেলতে হবে। ২০ ওভারের খেলা শুরু করার শেষ সময় রাত ৯:০৮ মিনিট। অর্থাৎ, যদি সেই সময়ের মধ্যে খেলা শুরু করা না যায়, তা হলে রবিবার আর খেলা হবে না। সে ক্ষেত্রে সোমবার রিজ়ার্ভ দিনে হবে খেলা। তবে প্রথমে আয়োজকেরা চেষ্টা করবেন, রবিবার খেলা শেষ করার। যদি কোনও ভাবেই রবিবার খেলা না করানো যায়, তখনই সোমবার খেলা হবে।

Advertisement

ফাইনাল ভেস্তে গেলে কী হবে?

ভারত এবং দক্ষিণ আফ্রিকার ফাইনাল ভেস্তে গেলে দুই দলকেই যুগ্ম বিজয়ী ঘোষণা করা হবে। তবে দুই দলই আগে কোনও দিন মহিলাদের বিশ্বকাপ জেতেনি। ফলে দুই দলই চাইবে একক ভাবে প্রথম বিশ্বকাপ জিততে। ভারতের পাশাপাশি দক্ষিণ আফ্রিকাও প্রত্যাবর্তন করে ঘুরে দাঁড়িয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement