ICC Women\'s ODI World Cup 2025

হোবার্ট থেকে গুরুমন্ত্র হরমনদের, ১৪ বছর আগে বিশ্বকাপ জেতা গম্ভীরের পরামর্শ ফাইনালের আগে

১৯৮৩ সালের বিশ্বজয়ী দলের সঙ্গে হরমনপ্রীত কৌরের দলের তুলনায় রাজি নন কপিল দেব। ভারতের প্রথম বিশ্বজয়ী অধিনায়কের মতে, ভারতের এখনকার মহিলা দল তাঁদের থেকে অনেক ভাল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ১৩:৫৬
Share:

(বাঁ দিকে) হরমনপ্রীত কৌর এবং গৌতম গম্ভীর (ডান দিকে)। —ফাইল চিত্র।

ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের পর সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল দুই ক্রিকেটারের ছবি। দু’জনের জার্সিই মাটিতে মাখামাখি। একটি ছবি ২০১১ বিশ্বকাপে গৌতম গম্ভীরের। আর একটি এ বারের মহিলাদের বিশ্বকাপে জেমাইমা রদ্রিগেজ়ের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জেমাইমার ১২৭ রানের অপরাজিত ম্যাচ জেতানো ইনিংস নতুন স্বপ্ন দেখাচ্ছে। জেমাইমাদের সঙ্গে বিশ্বজয়ের স্বপ্ন দেখছেন গম্ভীরও। ১৪ বছর আগে ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন করার অন্যতম নায়ক রবিবার ফাইনালের আগে পরামর্শ দিলেন হরমনপ্রীত কৌরের দলকে।

Advertisement

গম্ভীর এখন ভারতের পুরুষদের দলের কোচ। সাদা বলের সিরিজ়ের জন্য শুভমন গিল, সূর্যকুমার যাদবদের সঙ্গে রয়েছেন অস্ট্রেলিয়ায়। রবিবার হরমনপ্রীতেরা যখন ফাইনাল খেলতে নামবেন, সে সময়ে গম্ভীর ব্যস্ত থাকবেন ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে। তবে ভারতীয় দলের কোচ মহিলা দলকে প্রয়োজনীয় পরামর্শ দিতে ভোলেননি। হোবার্ট থেকেই পাঠিয়েছেন গুরুমন্ত্র।

হরমনপ্রীতদের ফাইনালের জন্য শুভেচ্ছা জানিয়ে গম্ভীর ভিডিয়ো বার্তায় বলেছেন, ‘‘ভারতীয় দলের প্রত্যেক ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের পক্ষ থেকে মহিলা দলকে ফাইনালের জন্য শুভেচ্ছা জানাচ্ছি।’’ এর পরই পরামর্শ দিয়ে হরমনপ্রীতদের বলেছেন, ‘‘এই সুযোগটা উপভোগ করো। নির্ভীক থাকার চেষ্টা করো। ভুল হতে পারে ভেবে ভয় পাবে না। তোমরা ইতিমধ্যেই দেশকে গর্বিত করেছ।’’ শুভমন, সূর্যকুমারদের যে মানসিকতা নিয়ে খেলতে বলেন, হরমনপ্রীতদেরও সেই মানসিকতা নিয়ে ফাইনাল খেলার পরামর্শ দিয়েছেন গম্ভীর। তাঁর বার্তা সমাজমাধ্যমে পোস্ট করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

Advertisement

মহিলা দলকে ফাইনালের জন্য শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটারেরাও। সূর্যকুমার বলেছেন, ‘‘বিশ্বকাপ ফাইনালের জন্য আমাদের মহিলা দলকে শুভেচ্ছা। মাঠে নেমে উপভোগ করো। নিজেদের উপর বিশ্বাস রাখো। এখনও পর্যন্ত তোমরা দুর্দান্ত খেলেছ।’’ জসপ্রীত বুমরাহ বলেছেন, ‘‘ম্যাচটা উপভোগ কর। বিশ্বকাপ ফাইনাল খেলার সুযোগ খুব বেশি পাওয়া যায় না। আলাদা বা বাড়তি কিছু চেষ্টা করার দরকার নেই। খুব ভাল খেলছ তোমরা। নিজেদের উপর আস্থা রাখো এবং উপভোগ করো। মাঠে শুধু নিজেদের সেরাটা দাও। বাকি সব আপনা আপনিই হয়ে যাবে।’’ মহিলা দলকে ফাইনালের জন্য শুভেচ্ছা জানিয়েছেন অক্ষর পটেল, অর্শদীপ সিংহ-সহ ভারতীয় দলের সব ক্রিকেটারই।

মহিলা দলকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবও। ১৯৮৩ সালে তাঁর নেতৃত্বে প্রথম এক দিনের বিশ্বকাপ জেতে ভারত। হরমনপ্রীতদের ’৮৩ ফিরিয়ে আনার কথা বলেছেন তিনি। কপিল বলেছেন, ‘‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমাদের মেয়েরা দুর্দান্ত ক্রিকেট খেলেছে। অনেকে দেখছি মহিলাদের এই দলটাকে আমাদের ’৮৩-র দলের সঙ্গে তুলনা করছেন। আমার মতে, এই তুলনাটা ঠিক নয়। মহিলাদের এই দলটা আমাদের থেকে অনেক ভাল। খুব বুদ্ধিদীপ্ত ক্রিকেট খেলছে। ওদের খেলা দেখেই বোঝা যাচ্ছে, মহিলাদের ক্রিকেট কোন মানে পৌঁছে গিয়েছে। অধিনায়ক-সহ দলের সকলে দুর্দান্ত পারফরম্যান্স করছে। ওদের খেলার মান সত্যিই দারুণ। আশা করব, ফাইনালে ওরা আরও ভাল ক্রিকেট উপহার দেবে।’’

২০০৫ এবং ২০১৭ সালে মহিলাদের বিশ্বকাপ ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেনি ভারত। ২০১৭ সালে ফাইনাল খেলেছেন হরমনপ্রীত, স্মৃতি মন্ধানা এবং দীপ্তি শর্মা। এ বারের ফাইনালেও তাঁরা ভারতের ভরসা। সঙ্গে আছেন জেমাইমা, শেফালি বর্মা, রিচা ঘোষ, শ্রী চরণী, ক্রান্তি গৌড়েরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement