অর্জুন তেন্ডুলকর (বাঁ দিকে) এবং সানিয়া চন্দোক। — ফাইল চিত্র।
কিছু দিন আগেই প্রকাশ্যে এসেছিল অর্জুন তেন্ডুলকরের সঙ্গে সানিয়া চন্দোকের বাগ্দানের খবর। তবে কোনও তরফেই আনুষ্ঠানিক ভাবে সে খবর স্বীকার করা হয়নি। কোনও বিবৃতি বা সমাজমাধ্যমে পোস্টও দেখা যায়নি। অবশেষে তা নিয়ে নীরবতা ভঙ্গ করলেন সচিন তেন্ডুলকর।
সোমবার এক সমাজমাধ্যমে ‘আস্ক মি এনিথিং’ (যা খুশি জিজ্ঞাসা করো) পর্বের আয়োজন করেছিলেন সচিন। সেখানেই এক ভক্ত অর্জুন-সানিয়ার বাগ্দানের সত্যতা নিয়ে প্রশ্ন করেন। সচিন উত্তর দেন, “হ্যাঁ, ওর বাগ্দান হয়েছে। ওর ভবিষ্যত জীবনের কথা মনে করে আমরা সকলেই খুব উত্তেজিত।” এই একটি উত্তরেই স্পষ্ট হয়ে গিয়েছে যে পুত্রের বাগ্দান হয়ে গিয়েছে।
এই প্রশ্নোত্তর পর্বে অনেক কথাই বলেছেন সচিন। মজাও যেমন করেছেন তেমনই গুরুত্বপূর্ণ বিষয়েও কথা বলেছেন। এক ভক্ত সচিনকে জিজ্ঞাসা করেছিলেন যে উত্তরগুলি তিনিই দিচ্ছেন কি না। সচিন নিজের উত্তর দেওয়ার ছবি পোস্ট করে লেখেন, “এ বার কি আধার কার্ড পাঠাব?”
নিজের ক্রিকেটজীবনের কিছু প্রসঙ্গও উঠে আসে সচিনের কথায়। ২০০৮-এ চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে নিজের ইনিংসকে সেরা হিসাবে বেছে নিয়েছেন। ২০১১ বিশ্বকাপ ফাইনালে কেন মহেন্দ্র সিংহ ধোনিকে উপরে উঠিয়ে আনা হয়েছিল সেই উত্তরও দিয়েছেন তিনি। সচিন লিখেছেন, “দুটো কারণ ছিল: বাঁ হাতি-ডান হাতি কম্বিনেশন থাকলে ওদের অফস্পিনারদের ধাক্কা দেওয়া যাবে। দ্বিতীয়ত, মুরলীধরন আগে চেন্নাইয়ের হয়ে খেলেছিল। তাই ওর বোলিং ধোনি ভালই জানত।”